Advertisement
Advertisement
পাকিস্তানি হিন্দু

পাকিস্তানে নির্যাতনের শিকার, আশ্রয়ের আশায় ভারতে এলেন ২০০ জন হিন্দু

সংশোধিত নাগরিকত্ব আইনের জন্য ভারত সরকারকে ধন্যবাদও জানাচ্ছেন তাঁরা।

200 Pakistani Hindus cross Attari-Wagah border, some seek asylum
Published by: Soumya Mukherjee
  • Posted:February 4, 2020 12:45 pm
  • Updated:February 4, 2020 6:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে এই অভিযোগ তুলে বারবার আন্তর্জাতিক সংগঠনের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। ভারতকে অপদস্থ করার চেষ্টা করেছে। অন্যদিকে নিজেদের দেশে হিন্দু-সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে ইসলামিক মৌলবাদীরা। প্রায়দিনই হিন্দু বা শিখ মহিলাদের তুলে নিয়ে জোর করে ধর্মান্তকরণ করিয়ে বিয়ে করছে। অথবা করছে গণধর্ষণ। বারবার আন্তর্জাতিক সংগঠনগুলি এই ধরনের ঘটনার নিন্দা করলেও কোনও রকম হেলদোল নেই তাদের।

এই পরিস্থিতিতে হিন্দুদের মধ্যে ক্রমশ পাকিস্তান থেকে ভারতে চলে আসার প্রণবতা বাড়ছে। সংশোধিত নাগরিকত্ব আইনের কারণেই ভারতে এসে আশ্রয় পাওয়ার আশা জন্ম নিয়েছে তাঁদের মধ্যে। CAA-এর ফলে একদিকে যেমন ভারত থেকে বাংলাদেশ চলে যাচ্ছে প্রচুর মানুষ। উলটোদিকে তেমনি পাকিস্তান থেকে ভারতে আসার জন্য মরিয়া হয়ে উঠেছেন হিন্দুরা।

Advertisement

[আরও পড়ুন: ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়া কিনতে চলেছে টাটা গোষ্ঠী, তুঙ্গে জল্পনা]

 

সোমবারই যেমন ২০০ জন পাকিস্তানি হিন্দু ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতে এসেছেন। ২৫ দিনের ভিজিটার ভিসা নিয়ে এই দেশে এলেও এদের মধ্যে অনেকেই আর পাকিস্তানে ফিরতে চাইছেন না। তাঁদের দাবি, পাকিস্তানে প্রতি মুহূর্তে অসুরক্ষিত মনে হয়। তাই আর তাঁরা সেখানে থাকতে চান না। ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়ার পরে তাঁরা নতুন করে বাঁচার আশা দেখতে পেয়েছেন। তাই এখানে এসেছেন।

[আরও পড়ুন: মোবাইলে ব্যস্ত রাঁধুনি, মিড ডে মিলের ফুটন্ত কড়াইতে পড়ে মৃত্যু একরত্তির]

 

সোমবার এই ধরনের চারটি পরিবারকে নিতে আটারি সীমান্তের চেকপোস্টে এসেছিলেন অকালি দলের নেতা ও দিল্লি গুরুদ্বারের পরিচালন সমিতির সভাপতি মনঞ্জিদার সিং সিরসা। পাকিস্তানে হিন্দু হওয়ার জন্য তাদের খুব অত্যাচার করা হচ্ছিল। তাই বাধ্য ওই পরিবারগুলি সেখান থেকে পালিয়ে ভারতে চলে এসেছে বলে দাবি। বিষয়টি মেনে নিয়েছেন ওয়াঘা সীমান্তে থাকা ভারতীয় আধিকারিকরাও। তাঁদের কথায়, গত মাস থেকেই এই সীমান্ত দিয়ে ভারতে আসার প্রবণতা বাড়ছে।

পাকিস্তান থেকে হরিদ্বার ঘোরার জন্য ভিসা নিয়ে এসেছেন লক্ষ্মণ দাস এক হিন্দু যুবক। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘হরিদ্বারের পবিত্র গঙ্গায় প্রথমে একটা বড় ডুব দেব। তারপর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবব। তবে যাই হোক , আমি ভারতেই থাকতে চাই।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement