Advertisement
Advertisement

Breaking News

Plane Crash

দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এক ভারতীয়-সহ ২০ জনের মৃত্যু

ওড়ার পরেই ভেঙে পড়ে বিমান।

20 killed in Plane crashes in South Sudan
Published by: Kishore Ghosh
  • Posted:January 30, 2025 11:35 am
  • Updated:January 30, 2025 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল বিমান। আফ্রিকার দক্ষিণ সুদানে বিমানঘাঁটিতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল একটি যাত্রিবাহী বিমান। এই দুর্ঘটনায় এক ভারতীয়-সহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজন পাইলটকে নিয়ে মোট ২১ জন ছিলেন বিমানটিতে। 

ইউনিটি প্রদেশের একটি তেলের খনি অঞ্চলের রানওয়ে থেকে উড়ান দিয়েছিল বিমানটি। রাজধানী জুবার উদ্দেশে রওনা দিয়েছিল সেটি। যদিও ওড়ার পরেই স্থানীয় সময় সাড়ে ১০টা নাগাদ বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে ভেঙে পড়ে বিমানটি। দক্ষিণ সুদান সরকারের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলটও মারা গিয়েছেন। যাত্রীরা সকলেই ওই তৈলক্ষেত্রের কর্মী। এদের মধ্যে ১৬ জন সুদানি, ২ জন চিনা, একজন ভারতীয়। দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি তৈলক্ষেত্রের সুদানি ইঞ্জিনিয়ার। তাঁকে দ্রুত বেনিতুই স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

Advertisement

প্রসঙ্গত, ওয়াশিংটন ডিসির কাছে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার একটি হেলিকপ্টারের। ৬০ জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়েছে কাছের পোটোম্যাক নদীতে বলে খবর। ঘটনায় এপর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement