Advertisement
Advertisement

তৈরি থাকুন, ২০, ৫০-এর নোট আসছে এটিএমে

খুব বেশি অপেক্ষাও করতে হবে না৷

20, 50 rupee notes will be kept in ATM soon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 15, 2016 10:02 am
  • Updated:November 15, 2016 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব শীঘ্রই এটিএমে মিলবে ৫০, ২০ টাকার নোট৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য সোমবার এই ঘোষণা করেন৷ তাঁর মতে, বর্তমান নোটবদলের কাজের চাপ একটু কমলেই এই প্রক্রিয়া শুরু হবে৷ এটিএমে আসবে নতুন ২০০০-এর নোটও৷

পুরনো প্রযুক্তি থাকায় এখন ২০০০-এর নয়া নোট নিতে তৈরি নয় এটিএমগুলি৷ কিন্তু, নতুন নোটের উপযোগী করে তুলতে প্রস্তুতি চালাচ্ছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা৷ যে সব এটিএমের ‘রি-ক্যালিব্রেশন’ হবে, সেখান থেকে মঙ্গল বা বুধবারের মধ্যেই ২০০০-এর নয়া নোট মিলবে৷ এজন্য আট সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে অর্থমন্ত্রক৷ যার চেয়ারম্যান আরবিআইয়ের ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রা৷ এদিকে, এসবিআই জানিয়েছে, গত পাঁচদিনে সেখানে ৮৩,৭০২ কোটি টাকা জমা পড়েছে৷

Advertisement

১০ নভেম্বর পর্যন্ত সেখান থেকে ৯,৩৪২ কোটি টাকা তোলা হয়েছে৷ ব্যাঙ্ক সূত্রে খবর, সুদের হার কমতে পারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement