Advertisement
Advertisement

Breaking News

Vaishno Devi

বৈষ্ণোদেবীর পথে বড়সড় ধস, দুমড়ে-মুচড়ে গেল লোহার কাঠামো, মৃত ২ পুণ্যার্থী

প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজের পাশাপাশি রাস্তা মেরামত করাও শুরু হয়েছে। তা সম্পূর্ণ হওয়ার পরেই নতুন করে ওই পথে তীর্থযাত্রার অনুমতি দেওয়া হবে।

2 Vaishno Devi Pilgrims Killed In Landslide In Jammu And Kashmir Vaishno Devi Track
Published by: Kishore Ghosh
  • Posted:September 2, 2024 6:06 pm
  • Updated:September 2, 2024 7:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈষ্ণোদেবীতে ভয়াবহ দুর্ঘটনা। পুণ্যার্থীদের যাত্রাপথে নামল বড়সড় ধস। তাতেই মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। দুমড়মুচড়ে গিয়েছে লোহার কাঠামো। ধসের কারণে নির্দিষ্ট রাস্তাটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকের আটকে পড়ার খবরও মিলেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজের পাশাপাশি রাস্তা মেরামত করাও শুরু হয়েছে। তা সম্পূর্ণ হওয়ার পরেই নতুন করে ওই পথে তীর্থযাত্রার অনুমতি দেওয়া হবে।

প্রতি বছরই বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রা করেন পুণ্যার্থীরা। সোমবারও তীর্থযাত্রা অব্যাহত ছিল। এর মধ্যেই বড়সড় ধস নামে জম্মু ও কাশ্মীরের কাটরায়। এর ফলে যাত্রার জন্য তৈরি অস্থায়ী ইস্পাতের কাঠামো দুমড়েমুচড়ে যায়। রাস্তার একাংশ ধসে নেমে যায় গভীর খাদে। তাতেই মৃত্যু হয়েছে দুই পুণ্যার্থীর। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েক জন পুণ্যার্থী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আঘাত ততটা গুরুতর নয়।

Advertisement

 

[আরও পড়ুন: সায়নের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে খারিজ রাজ্যের মামলা]

বৈষ্ণোদেবী দেশের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। প্রতি বছরই লাখ লাখ মানুষ ভিড় করেন মন্দিরে। সাধারণত পুণ্যার্জনে পায়ে হেঁটেই বৈষ্ণোদেবী মন্দিরে পৌঁছন তীর্থযাত্রীরা। তবে ইদানীং কপ্টারের ব্যবস্থাও করেছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, সেপ্টেম্বরেই ভোট জম্মু ও কাশ্মীরে। তার আগে একের পর এক জঙ্গি হামলায় অস্থীর ভূস্বর্গ। বৈষ্ণোদেবীতেও আঁটসাঁট নিরাপত্তা। এর মধ্যেই ধসের ঘটনায় উত্তেজনা বাড়ল।

 

[আরও পড়ুন: জম্মুর সেনাঘাঁটিতে জঙ্গি হামলা! গুরুতর আহত জওয়ান, নির্বাচনের প্রাক্কালে বাড়ছে উদ্বেগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement