Advertisement
Advertisement

Breaking News

ভূস্বর্গে দুই লস্কর জঙ্গিকে নিকেশ করল সেনা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ করে সেনা৷

2 Terrorists Shot Dead In Jammu And Kashmir's Kulgam, 1 Surrenders
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2018 8:31 pm
  • Updated:June 24, 2018 8:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের নামের তালিকা তৈরির পর এবার সরাসরি নিকেশ অভিযানে নামল ভারতীয় সেনা৷ রবিবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় লস্কর-ই-তৈবার দুই সদস্যকে গুলি করে হত্যার খবর জানিয়ে টুইট করেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি এসপি বেদ৷ ভারতীয় সেনার এই সাফল্যকে কুর্নিশ জানান তিনি৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন দুপুরে ভারতীয় সেনার তরফে কুলগ্রাম জেলায় অভিযান চালানো হয়৷ সেনা অভিযানে লস্কর-ই-তৈবার দুই গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু হয়৷ অভিযানে  ভারতীয় সেনার সঙ্গে যুঝতে না পারে আত্মসমর্পণ করে আরও এক জঙ্গি নেতা৷ রবিবার দুপুরের এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই পাক মদতপুষ্ট বেশ কিছু বাসিন্দা সেনার সঙ্গে সংঘর্ষ বাধানোর চেষ্টা করে৷ ছোঁড়া হয় ইট-পাথর ও পেট্রল বোমা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ করে সেনা৷ এদিনের এই সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু ও ১২ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

[ঘুরপথে পাক নির্বাচনে লড়াই করবে জামাত জঙ্গিরা]

কাশ্মীরের কুলগ্রামের চেদদার কৈহোম এলাকার এই ঘটনায় আজ নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ মুহূর্তেই জারি করা হয় কারফিউ৷ এলাকায় শান্তি ফেরাতে সেনা ও সিআরপিএফের তরফে লাগাতার টহল দেওয়ার কাজ শুরু হয়৷ প্রায় ঘণ্টাখানেক পাথর ছোঁড়াছুঁড়ি ও টিআর গ্যাসের সেলের প্রভাবে শান্ত হয় পরিস্থিতি৷

সেনা অনুমান, ২৮ তারিখ থেকে শুরু হতে চলা অমরনাথ যাত্রায় হামলার ছক ছিল জঙ্গিদের৷ এদিনের গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করেন জওয়ানরা৷ অন্যদিকে, অমরনাথ যাত্রায় পর্যটকদের নিরাপত্তার জন্য সেনার তরফে সবরকম ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানানো হয়েছে৷ শুরু হয়েছে পথ মেরামতির কাজ৷ এরই ফাঁকে দুই জঙ্গি নিকেশের ঘটনা পর্যটক মহলে চিন্তা বাড়িয়েছে৷

ভূস্বর্গে শান্তি ফেরাতে সম্প্রতি একটি জঙ্গি তালিকা প্রকাশ করেছে সেনা৷ জানা গিয়েছে, কাশ্মীরে শান্তি ফেরাতে মূল বাধা হয়ে দাঁড়ানো জঙ্গিদের ডেরায় অভিযান চালিয়ে খতম করা হবে৷ সেই মতো আজ শুরু হয় অভিযান৷ অভিযানের শুরুতেই মেলে সাফল্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement