Advertisement
Advertisement

উপত্যকায় ভারতীয় সেনার সাফল্য, এনকাউন্টারে খতম ২ জঙ্গি

এলাকায় চলছে তল্লাশি৷

2 Terrorists shot dead in encounter
Published by: Sayani Sen
  • Posted:November 18, 2018 8:56 am
  • Updated:November 18, 2018 8:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত কাশ্মীরে বড়সড় সাফল্য ভারতীয় সেনার৷ সাতসকালে উপত্যকায় এনকাউন্টারে খতম দুই জঙ্গি৷ রবিবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে ওই দুই জঙ্গিকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী৷ খতম দুই সন্ত্রাসবাদী আল-বদর জঙ্গি সংগঠনের সদস্য বলেই খবর৷

[ফের রক্তাক্ত উপত্যকা, কাশ্মীরে অপহরণের পর কিশোরকে খুন হিজবুলের]

সেনার কাছে খবর আসে শ্রীনগর থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে সোপিয়ানের জেইনপোরার রেবোন এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয় সেনা৷ সঙ্গে ছিলেন সিআরপিএফ আধিকারিকরাও৷ শুরু হয় তল্লাশি অভিযান৷

Advertisement

[ছেলেদের সঙ্গে ঘোরে বলেই ধর্ষণের শিকার মেয়েরা, খট্টরের মন্তব্যে বিতর্ক]

যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেন ভারতীয় সেনা এবং সিআরপিএফ আধিকারিকরা৷ গুলিতে নিকেশ হয় দুই জঙ্গি৷ ওই দুই জঙ্গি আল-বদর সংগঠনের সদস্য বলেই অনুমান জম্মু-কাশ্মীর পুলিশের৷

[৭১-এর ইন্দো-পাক যুদ্ধের নায়ক ব্রিগেডিয়ার চাঁদপুরির জীবনাবসান]

নিকেশ হওয়া ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ৷ চলছে তদন্ত৷

[মাত্র ২২ পয়সা বরাদ্দ বাড়িয়ে মিড-ডে মিলে দুধ খাওয়ানোর প্রস্তাব কেন্দ্রের]

এর আগে গত মঙ্গলবার দুটি এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করা হয়৷ আখনুর সীমান্তের কাছে ভারতে অনুপ্রবেশের সময় এক পাক জঙ্গিকে গুলি করে খুন করে জওয়ানরা৷ অপরদিকে কুপওয়ারার কেরন সেক্টর দিয়ে অনুপ্রবেশের সময় দুই জঙ্গিকে দেখতে পেয়ে খতম করা হয়৷ গতকালই সোপিয়ানে সেনার চর হিসেবে কাজ করার অভিযোগ তুলে একাদশ শ্রেণির ছাত্রকে গুলি করে মারে জঙ্গিরা। ওই কিশোরকে বেঁধে রেখে মাথা লক্ষ্য করে চালানো হয় একের পর এক বুলেট। এই ঘটনায় অভিযোগের তির হিজবুল মুজাহিদিনের জঙ্গিনেতা রিয়াজ নাইকোর দিকে। কিশোর খুনের হাড়হিম করা ভিডিওটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তারপর থেকে থমথমে উপত্যকা৷ আতঙ্কিত হয়ে রয়েছেন সকলেই৷ এরই মাঝে জঙ্গি নিকেশের ঘটনা অক্সিজেন জোগাচ্ছে আতঙ্কিতদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement