ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণতন্ত্রের উৎসবের মাঝেই বারুদের গন্ধ ভূস্বর্গে! শনিবার রাতে কাশ্মীরে কুলগামে গুলির লড়াইয়ে নিকেশ ২ জেহাদি। জখম ৫ নিরাপত্তারক্ষীও। খতম হওয়া জঙ্গিরা লস্কর-ই-তইবার শাখা সংগঠনের সদস্য বলে খবর। তারা ভোটের মাঝে কাশ্মীরকে অশান্ত করার ছক কষছিল বলেই খবর।
প্রায় এক দশক পর ভূস্বর্গে বিধানসভা নির্বাচন চলছে। এর মাঝেই শনিবার কুলগাম জেলার দেবসার এলাকার আরিগাম গ্রামে সন্দেহজনক গতিবিধির খবর মেলে। খবর আসে, গ্রামে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। সেই মোতাবেক গতকাল রাতেই কাশ্মীর পুলিশ ও ৯ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনী যৌথ অভিযান চালায়। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে সন্দেহভাজন জঙ্গিরা। পালটা গুলি চালালে দুই জেহাদির মৃত্যু হয়। পালটা জঙ্গিগোষ্ঠীর ছোড়া গুলিতে জখম হন ৫ নিরাপত্তারক্ষী। তাঁদের মধ্যে এএসপি পদমর্যাদার অফিসার-সহ ৪ সেনা জওয়ান রয়েছেন।
পুলিশ সূত্রে দাবি, মৃত দুজনই স্থানীয় যুবক-বুদগামের বাসিন্দা আকিব আহমেদ শেরগজরি এবং কুলগামের বাসিন্দা উমেশ ওয়ানি। দুজনেই লস্করের শাখা সংগঠন দ্য রেসিন্ট্যান্স ফ্রন্টের সদস্য। ভোটের মাঝে কাশ্মীরে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করছিল তারা। মৃতদের কাছ থেকে প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বারুদ উদ্ধার হয়েছে। মিলেছে বেশ কিছু সন্দেহজনক নথিপত্রও। এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.