সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্তনাগের ঘটনার পর ফের কাশ্মীর (Jammu and Kashmir) সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। যদিও সেই চেষ্টা রুখে দিল সেনা। কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তারক্ষীরা। অত্যাধুনিক এ কে রাইফেল-সহ ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে সেনা। গোটা এলাকা ঘিরে আরও দুই জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
অনন্তনাগের সপ্তাহব্যাপী সংঘর্ষের পর থেকেই সতর্ক রয়েছে ভারতীয় সেনা এবং কাশ্মীর পুলিশ। কুপওয়ারার এসএসপি যোগুল মানহাস জানান, গোয়ান্দা সূত্রে খবর ছিল, ভারী অস্ত্র-সহ মাচিল সেক্টরের কুমকাদি এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে বেশ কয়েকজন জঙ্গি। সেই চেষ্টাই বানচাল করেছে নিরাপত্তারক্ষীরা। খতম করা হয়েছে দুই জঙ্গিকে। আরও দুই জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চানানো হচ্ছে। বেশ কিছু অস্ত্রও উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, জঙ্গি দমন অভিযান চলাকালীন অনন্তনাগে সেনা (Indian Army) ও কাশ্মীর পুলিশের চার আধিকারিকের মৃত্যু হয়েছিল। খতম করা হয় লস্কর (Lashkar-e-Taiba ) কমান্ডার উজের খান ও আরও এক জঙ্গিকে। তার আগে আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। পাক সেনার কভার ফায়ারের সাহায্যে পলাতক হয়েছিল এক জঙ্গি। সব মিলিয়ে গত এক মাসে উত্তপ্ত উপত্যকার সীমান্ত অঞ্চলগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.