Advertisement
Advertisement

উপত্যকায় ফের সাফল্য সেনার, এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি

উদ্ধার অস্ত্রশস্ত্র৷

2 Terrorist killed in Budgam encounter
Published by: Sayani Sen
  • Posted:November 1, 2018 8:51 am
  • Updated:November 1, 2018 9:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার বড়সড় সাফল্য৷ ফের উপত্যকায় সেনার গুলিতে নিকেশ দুই জঙ্গি৷ এবার ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের বদগাম৷ এখনও ওই এলাকায় জারি তল্লাশি অভিযান৷

[সরকারের আচরণে ক্ষোভ, পদত্যাগ করতে পারেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল]

গোপন সূত্রে সেনার কাছে খবর যায় বদগামে গা ঢাকা দিয়ে রয়েছে জঙ্গিরা৷ এই খবরের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান৷ সেনা বদগামে গিয়ে পৌঁছলেই তাদের উপর হামলা চালায় জঙ্গিরা৷ শুরু হয় গোলাগুলি বর্ষণ৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ দীর্ঘক্ষণ ধরে চলে সেনা ও জঙ্গি গুলির লড়াই৷ প্রথমে জঙ্গিদের ঘিরে ধরে সেনা৷ পরে সেনার গুলিতেই নিকেশ হয় পরপর দুই জঙ্গি৷

খতম ওই জঙ্গিদের নাম বা পরিচয় এখনও কিছুই জানা যায়নি৷ তবে বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে৷ ওই এলাকায় এখনও জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলেই অনুমান সেনার৷ এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান৷

[ভারতীয় সেনার বড়সড় সাফল্য, কাশ্মীরে নিকেশ জঙ্গি আজহারের ভাইপো]

এদিকে, মঙ্গলবার সকালেও অশান্ত হয়ে ওঠে উপত্যকা৷ দক্ষিণ কাশ্মীরের ত্রালে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ ওই এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় ভারতীয় সেনা৷ শুরু হয় তল্লাশি অভিযান৷ প্রথমে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ গুলির জবাব হিসাবে গুলি চালাতে শুরু করে সেনাবাহিনী৷ রাতভর চলে গুলির লড়াই৷ গুলিবিদ্ধ হয় দুই জঙ্গি৷ বুধবার সকালে পুলওয়ামা জেলার ত্রালের ছানকেতার গ্রাম থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়৷ নিকেশ হওয়া জঙ্গিরা হল ত্রালের হান্দুরার বাসিন্দা শওকাত আহমেদ খান এবং পাকিস্তানের বাসিন্দা মহম্মদ উসমান৷ তারা জইশ-ই-মহম্মদের সদস্য৷ নিকেশ হওয়া মহম্মদ উসমান নামে ওই জঙ্গির সঙ্গে জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের সম্পর্ক রয়েছে৷ সে জঙ্গিগোষ্ঠীর মূলচক্রী মৌলনা মাসুদ আজহারের ভাইপো বলেই জানা গিয়েছে৷ এই দুই জঙ্গিই নিরীহ নাগরিকদের উপর বহুবার হামলা চালিয়েছে বলেই অভিযোগ৷ নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, বন্দুক এবং গোলা বারুদ বাজেয়াপ্ত করা হয়েছে৷ এই ঘটনার পর থেকে গোটা এলাকায় জারি হয়েছে সতর্কতা৷ সাধারণ মানুষকে সহযোগিতার বার্তা জম্মু-কাশ্মীর পুলিশের৷ এলাকায় জঙ্গি কার্যকলাপের আঁচ পেলেই, তড়িঘড়ি পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement