Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

রাজস্থানে যু্দ্ধের মহড়ায় ফাটল কামানের গোলা, বিস্ফোরণ মৃত্যু ২ জওয়ানের

জখম আরও এক জওয়ান।

2 Soldiers Killed While Loading Ammo In Tank During Training session In Rajasthan

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:December 18, 2024 9:04 pm
  • Updated:December 18, 2024 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান মরুভূমিতে সেনার প্রশিক্ষণ শিবিরে ভয়ংকর দুর্ঘটনা। কামানের গোলা ফেটে মৃত্যু হল দুই জওয়ানের। গুরুতর জখম হয়েছেন আরও এক জওয়ান। তাঁকে হেলিকপ্টারে চণ্ডীগড়ে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই নিয়ে চলতি সপ্তাহে দুবার বড় দুর্ঘটনা ঘটল রাজস্থানের ওই সেনা প্রশিক্ষণ শিবিরে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশও।

সেনার মুখপাত্র লেফ্টেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানান, বিকানেরের ‘মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে’ অনুশীলনের সময় দুর্ঘটনা ঘটে গিয়েছে। একটি ট্যাঙ্কের কামানে গোলা ভরছিলেন দুই জওয়ান। তখনই সেটি আচমকা ফেটে যায়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে আশুতোষ মিশ্র এবং জিতেন্দ্র নামের দুই সেনা জওয়ানের। জখম জওয়ানকে এয়ার লিফ্ট করে চণ্ডীগড় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

Advertisement

এর আগে গত রবিবার ‘মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে’ যুদ্ধ অনুশীলনে চলাকালীন দুর্ঘটনা ঘটে যায়। একটি কামানবাহী গাড়ি থেকে পিছলে পড়ে যান এক জওয়ান। গুরুতর আঘাত পান তিনি। পরে মৃত্যু হয় চন্দ্রপ্রকাশ পটেল নামের ওই জওয়ানের। এবার মৃ্ত্যু হল দুই জওয়ানের। একজন জখম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement