সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরের আকাশে দেখা মিলেছে ভিনগ্রহী যানের! এনিয়ে জল্পনার অন্ত নেই। রবিবার ইম্ফলের বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অজ্ঞাত পরিচয় উড়ন্ত যান টহল দিচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। তারপরই রহস্যভেদে দ্রুত ধাওয়া করে বায়ুসেনার দুটো রাফালে যুদ্ধবিমান।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার দুপুর আড়াইটে নাগাদ সন্দেহজনক উড়ন্ত যানটি নজরে আসে। সঙ্গে সঙ্গে সতর্কতা অবলম্বন করা হয়। নাশকতার আশঙ্কায় ইম্ফলের বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা দ্রুত বন্ধ করে দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের দিকে উড়ে যায় একটি রাফালে ফাইটার জেট। এই বিমানগুলোতে রয়েছে অত্যাধুনিক সেন্সর। ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুও ওই যন্ত্রের চোখ এড়াতে পারে না। কিন্তু গোটা এলাকা চষে ফেলেও কিছু পাওয়া যায়নি। তারপরও ফের একটি রাফালেকে পাঠানো হলেও একই ফল মেলে।
এদিকে, অজ্ঞাত পরিচয় উড়ন্ত যানের (UFO) খবর পাওয়া মাত্রই তৎপরতা বেড়ে যায় শিলং স্থিত বায়ুসেনার ইস্টার্ন কমান্ডে। এক্স হ্যান্ডেলে তারা জানিয়েছে, মণিপুরের খবর পাওয়া মাত্রই এয়ার ডিফেন্স মেকানিজম সক্রিয় করে দেওয়া হয়। তবে, কী ধরনের সক্রিয়তা ছিল তা প্রকাশ করেনি এয়ারফোর্স। সূত্রের খবর, বিমান ধ্বংসী মিসাইল সিস্টেমগুলোকে তৈরি থাকতে বলা হয়।
বলে রাখা ভাল, ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনেছে ভারত। চতুর্থ প্রজন্মের ‘মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফট’ রাফালেতে রয়েছে ‘ম্যাটিওর’ বিয়ন্ড ভিস্যুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘স্কাল্প’ এবং ‘হ্যামার’ (হাইলি অ্যাজাইল অ্যান্ড ম্যানুভারেবল মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ) ক্ষেপণাস্ত্র। আকাশে উড়তে উড়তেই জ্বালানি ভরে নিতেও দক্ষ রাফালে।
উল্লেখ্য, মে মাসের ৩ তারিখ থেকে অশান্তি শুরু হয়েছে মণিপুরে। দুই জনজাতি গোষ্ঠীর সংঘর্ষে সরকারিভাবে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর জেরে ইন্টারনেট নিষিদ্ধ হয়েছে উত্তর-পূর্বের রাজ্যে। গতকাল থেকে আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে সেই নিষেধাজ্ঞা। সেই ঘোষণার পরেই বিমানবন্দর চত্বরে সন্দেহজনক যানের উড়ান দেখা যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.