Advertisement
Advertisement

Breaking News

বিএসএফ-এর গুলিতে খতম ২ পাকিস্তানি মাদক পাচারকারী

আততায়ীদের কাছ থেকে প্রায় ৫ প্যাকেট নিষিদ্ধ মাদক এবং কিছু অস্ত্র-শস্ত্রও পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে বিএসএফ-এর পক্ষ থেকে৷

2 Pak smugglers killed, 1 apprehended by BSF on Punjab border
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2016 2:19 pm
  • Updated:June 12, 2016 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের অনুপ্রবেশের চেষ্টা৷ ফের স্থান পঞ্জাব৷ তবে সীমান্ত রক্ষীদের কঠোর প্রহরাকে ফাঁকি দিতে পারল না অনুপ্রবেশকারীরা৷ বিএসএফের গুলিতে খতম হল দুই পাকিস্তানি মাদক পাচারকারী৷

পাঞ্জাবের ফজিলকার কাছে ভারত-পাক সীমান্তে দুই পাক মাদক পাচারকারীকে খতম করল ভারতের সীমান্তরক্ষা বাহিনী৷ আহত আরও এক পাচারকারী আপতত বিএসএফের হেফাজতেই৷ সেনা সূত্রের খবর, শনিবার রাত দুটো নাগাদ নিয়মমাফিক প্রেট্রলিং-এর সময় হঠাৎ সেনার নজরে আসে, সোহানা আন্তর্জাতিক সীমান্তের কাছে কিছু সন্দেহজনক লোক প্রবেশ করা চেষ্টা করছে৷ সেনা তাদের কাছাকাছি যাওয়ার পরই দু’পক্ষের গুলির যুদ্ধ বাধে৷ দুই পাক পাচারকারীর মৃত্যু হয়৷ আহত পাচারকারী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন৷ আততায়ীদের কাছ থেকে প্রায় ৫ প্যাকেট নিষিদ্ধ মাদক এবং কিছু অস্ত্র-শস্ত্রও পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে বিএসএফ-এর পক্ষ থেকে৷

Advertisement

দুই নিহত পাক পাচারকারীর দেহ সেনা হেফাজতেই রাখা হয়েছে এবং পাঞ্জাব সীমান্তে নিরপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে৷ সীমান্তবর্তী গ্রামগুলিতেও মাদক পাচারকারীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে বিএসএফ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement