Advertisement
Advertisement
Navy Officers

কোচিতে পাওয়ার গ্লাইডার ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু দুই নৌসেনা আধিকারিকের

রবিবার সকালে উড়ানের কিছু পরেই আচমকা ভেঙে পড়ে গ্লাইডারটি।

2 Navy officers killed after glider crashes in Kochi | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 4, 2020 11:48 am
  • Updated:October 4, 2020 12:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে কেরলের কোচিতে পাওয়ার গ্লাইডার ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই নৌসেনা অফিসারের। মৃত দুই অফিসার হলেন লেফটেন্যান্ট রাজীব ঝা ও পেটি অফিসার ইলেকট্রিক্যাল এয়ার সুনীল কুমার। নৌসেনার এক মুখপাত্র জানাচ্ছেন, আজ সকাল সাতটার সময় দক্ষিণ নৌ কমান্ডের নেভাল এয়ার স্টেশন আইএনএস গরুড় থেকে রুটিনমাফিক প্রশিক্ষণের অংশ হিসেবেই গ্লাইডারের উড়ানে অংশ নিয়েছিলেন তাঁরা। কিন্তু আচমকাই গ্লাইডারে কোনও ত্রুটি দেখা দেওয়ায় তা মাটিতে আছড়ে পড়ে সকাল ৭টা ১৫ নাগাদ। থপ্পুমপ্যাডি সেতুর কাছে গ্লাইডারটিকে ভেঙে পড়তে দেখা যায়।

এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরনো কয়েকজন ব্যক্তি ওই গ্লাইডারটিকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে দেখেন। দ্রুত তাঁরা বন্দর পুলিশকে খবর দেন। নৌসেনার এক দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত নৌসেনার মাল্টি স্পেশালিটি হাসপাতাল আইএনএস সঞ্জীবনীতে নিয়ে যাওয়া হয় দুই অফিসারকে। নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দুই অফিসারই রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ছিলেন। নৌবাহিনীর নিজস্ব অ্যাম্বুল্যান্সে তাঁদের আইএনএস সঞ্জীবনীতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৬৫ লক্ষ, খানিকটা কমল দৈনিক সংক্রমণ]

গ্লাইডারের ধ্বংসাবশেষ উদ্ধার করে কোচিতে নৌসেনার ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ নৌসেনা কমান্ড। মৃত নৌসেনা অফিসার রাজীব (৩৯) ছিলেন দেরাদুনের বাসিন্দা। অপরজন সুনীল কুমার (২৯) বিহারের ভোজের বাসিন্দা ছিলেন।

[আরও পড়ুন: যোগীর রাজ্যে ফের দলিত নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগ পরিবারের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement