সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭০ বছরের খরা কাটিয়ে গত বছর প্রধানমন্ত্রী মোদি (PM Modi) মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে ছেড়েছিলেন নামিবিয়া (Namibia) থেকে আসা ৮টি চিতাকে। দেশ থেকে লুপ্ত হয়ে যাওয়া ওই প্রাণীর প্রত্যাবর্তন কার্যত উদযাপিত হয়েছিল দেশে। অবশেষে শনিবার আরও একটা নতুন ধাপ পেরোল সেই চিতারা। এই প্রথম নির্দিষ্ট এনক্লোজারের বাইরে সবুজ বন্য প্রকৃতির বুকে ছেড়ে দেওয়া দেওয়া হল দু’টি চিতাকে (Cheetah)।
জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ বিভাগের সচিব এস পি যাদব জানিয়েছেন, ”আমরা পুরুষ চিতা ওবান এবং স্ত্রী চিতা আশাকে ছেড়েছি। সকালে ওবানকে ছাড়ার পর সন্ধের পরে ছাড়া হয়েছে আশাকে।” কেন এই দু’টিকেই ছাড়ার সিদ্ধান্ত? যাদব জানাচ্ছেন, ওবান সব ক’টি চিতার মধ্যে সবচেয়ে বেশি কর্তৃত্বপূর্ণ। আকারেও সে সবার চেয়ে বড়। সে শিকারে সকলের সেরা। অন্যদিকে আশাও চমৎকার শিকার ধরছে। তাছাড়া ওবানের সঙ্গে তার বোঝাপড়াও খুব ভালো। অরণ্য বিভাগের ধারণা, তারা ইতিমধ্যেই মিলিতও হয়েছে। যাদবের কথায়, ”কেবল শিকার করার জন্য়ই ওদের ছাড়া হয়নি। উদ্দেশ্য, ওরা যেন নিয়মিত মিলিত হতে পারে।”
তাঁর কথা থেকে পরিষ্কার, চিতার পরিবার বড় করার দিকেও বিশেষ লক্ষ্য রেখেছে অরণ্য বিভাগ। তাদের গলায় পরানো রেডিও কলার খতিয়ে দেখে তাদের গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, প্রথমে নির্দিষ্ট এনক্লোজারে রাখা পর অপেক্ষাকৃত অনেকটাই বড় ৬ বর্গ কিমির এনক্লোজারে রাখা হয়েছে ওই চিতাদের। এবার সেখান থেকেই বন্য অরণ্যের ভিতরে ছেড়ে দেওয়া হল আশা ও ওবানকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.