সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা হায়দরাবাদে। প্রবল বৃষ্টিতে পাঁচিল ভেঙে এক দুমাসের শিশু-সহ মোট ন’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দুজন। প্রবল বৃষ্টির জেরে ব্যহত হচ্ছে উদ্ধারকার্য। ফলে ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের দেহ উদ্ধার সম্ভব হয়নি।
নিম্নচাপের জেরে গত দিন দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। জলমগ্ন একাধিক এলাকা। বিভিন্ন এলাকায় উদ্ধারকার্য চালাচ্ছে রাজ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল হায়দরাবাদের বাদলাগুডা এলাকায়।
জানা গিয়েছে. প্রবল বৃষ্টিতে একটি আবাসনের পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সামনে থাকা দশটি বাড়ি ভাঙা পাঁচিলের নিচে চাপা পড়ে যায়। তাতে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে এক দু’মাসের শিশু রয়েছে। চলছে উদ্ধারকার্য। তবে প্রবল বৃষ্টিতে উদ্ধারকার্যও ব্যাহত হয়েছে।
Hyderabad: State Disaster Response and Fire Services Department carried out rescue operation in Toli Chowki area, that has been water-logged due to incessant rain in the city. #Telangana (13.11) pic.twitter.com/HhKGWIwRfG
— ANI (@ANI) October 13, 2020
ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যান সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। তিনি টুইটারে লেখেন, তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে একটি কম্পাউন্ডের পাঁচিল ভেঙে পড়ে ন’জনের মৃত্যু হয়েছে। জখম দুজন। তিনি প্লাবিত বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাচ্ছেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, গত তিনদিনের প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানায় ১৪ জনের মৃত্যু হয়েছে।
#HyderabadRains I was at a spot inspection in Mohammedia Hills, Bandlaguda where a private boundary wall fell resulting in death of 9 people & injuring 2. On my from there, I gave a lift to stranded bus passengers in Shamshabad, now I’m on my way to Talabkatta & Yesrab Nagar… pic.twitter.com/EVQCBdNTvB
— Asaduddin Owaisi (@asadowaisi) October 13, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.