Advertisement
Advertisement
Rajasthan

হস্টেলে উত্যক্ত করত তিন কিশোর, রাজস্থানে আত্মহত্যা দুই নাবালিকা বোনের!

ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্তদের।

2 minor sisters mysterious death in Rajasthan after alleged harassment by 3। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 8, 2023 1:32 pm
  • Updated:October 8, 2023 1:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের হস্টেলে দুই নাবালিকা বোনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে তারা। অভিযোগ, এক নাবালক ও তার দুই বন্ধু নিয়মিত উত্যক্ত করত তাদের। সেই কারণেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্তদের। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশে অভিযোগ দায়ের করেছেন প্রয়াত নির্যাতিতাদের বাবা। তিনি জানাচ্ছেন, মরুরাজ্যের পিপল খুন্টের এক হস্টেলে থাকত তাঁর দুই মেয়ে। নিয়মিতই ওই নাবালক অভিযুক্তরা তাদের বিরক্ত করত। শেষ পর্যন্ত শনিবার তারা দুজনই বিষ খায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিশেষ তদন্তকারী দল পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

[আরও পড়ুন: ‘গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করব’, হুঙ্কার নেতানিয়াহুর! হামাস-ইজরায়েল সংঘর্ষে মৃত পাঁচশোর বেশি]

এই ঘটনায় রাজ্যের গেহলট সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। রাজস্থানের (Rajasthan) বিজেপি সভাপতি ও বিরোধী নেতা রাজেন্দ্র রাঠৌর কংগ্রেসকে খোঁচা মেরে বলেছেন, এই ঘটনা রাজস্থানের দুর্বল আইন ব্যবস্থার দিকটিকে ফের প্রকট করে তুলল। তাঁর কথায়, ”রাজ্যের মহিলাদের নির্যাতনের বিষয়টি কংগ্রেসের জঙ্গলরাজে শীর্ষস্থানে পৌঁছেছে।” যেভাবে দুই নাবালিকার রহস্যমৃত্যু (Death) হয়েছে, সেই ঘটনাকে মানবতার পক্ষে লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

[আরও পড়ুন: রয়েছে নিজস্ব পাঁচালি, বিশেষ রীতিতে গোস্বামী বাড়ির দুর্গাপুজো পড়ল ৩৪০ বছরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement