Advertisement
Advertisement

ফের রক্তাক্ত উপত্যকা, জম্মু ও কাশ্মীরে যৌথবাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি

জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সতর্ক প্রশাসন।

2 militants killed near LoC in Kupwara। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:June 13, 2023 4:15 pm
  • Updated:June 13, 2023 4:18 pm  

মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের রক্তাক্ত উপত্যকা। উত্তর কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় (Kupwara) নিয়ন্ত্রণরেখার কাছে ডোবানারে পুলিশ ও সেনার যৌথ বাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি (Terrorist)। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে জানানো হয়েছে।

এলাকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সতর্ক প্রশাসন। শ্রীনগরের চিনার কর্পসের লেফটেন্যান্ট অমরদীপ সিং আউলিয়া জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখায় বাহিনীর আরও সতর্ক থাকা প্রয়োজন। কেননা সীমান্তের ওপারে যারা রয়েছে তারা এখানকার জনজীবনকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: চাপ কাটাতে যোগাসন করুন চেয়ারে বসেই, কর্মীদের জন্য Y-ব্রেক-এর পরামর্শ কেন্দ্রের]

উল্লেখ্য, সম্প্রতি এক শীর্ষ সেনা অফিসার জানিয়েছিলেন, সীমান্তরেখায় পাক জঙ্গিদের দৌরাত্ম্য বেড়েছে। মহিলা ও নাবালকদের অস্ত্র হাতে তুলে দিয়ে তাদের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করাতে চাইছে আইএসআই। তাই সতর্ক থাকা দরকার। এর মধ্যে মঙ্গলবার নিকেশ হল দুই জঙ্গি। এর আগে এই মাসের শুরুতে রাজৌরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আরও এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছিল এলাকার সমস্ত স্কুল।

এদিকে দীর্ঘদিন ধরেই ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাচারের চেষ্টা করেছে পাক জঙ্গি গোষ্ঠীগুলি। তবে সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে, অস্ত্রের চেয়েও বেশি মাদক সরবরাহের পথে হাঁটছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা। তাই আকাশপথেও সতর্ক নজরদারি চালাতে হচ্ছে।

[আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরে ওড়ানো যাবে না ড্রোন, রথযাত্রার আগে কড়া নিষেধাজ্ঞা পুলিশের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement