সোমনাথ রায়, নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সীমান্তে (LoC) ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা (Terrorist)। ছিল বড়সড় নাশকতারও ছকও। তবে ভারতীয় সেনার কড়া নজর এড়াতে পারল না তারা। তল্লাশি চালিয়ে কাশ্মীরের (Kashmir) বারামুল্লার কাছে জঙ্গিদের গোপন ডেরার হদিশ পেল ভারতীয় সেনা। উদ্ধার হল বিপুল অস্ত্রও।
সেনা সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরেই নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী রামপুরের (Rampur) একটি গ্রামে কয়েকজন সন্দেহজনক লোকজনকে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। দু’দিন ধরে তাদের উপর নজর রাখছিল সেনা। খারাপ আবহাওয়া ও এলাকাটা জঙ্গলঘেরা হওয়ায় অভিযান চালানো বেশ কঠিন হয়ে পড়ছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার সাত ঘণ্টায় তল্লাশিতে সন্ত্রাসবাদীদের দু’টি গোপন ঘাঁটির হদিশ পায় জওয়ানরা। সেখানে থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাগুলি। টানা সাত ঘণ্টার তল্লাশিতে ৫টি একে ৪৭ রাইফেল, ৬টি ম্যাগাজিন, একটি বাক্সে ভরা ১২৫৪ রাউন্ড একে ৪৭ রাইফেলের গুলি, ৬টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ২১টি গ্রেনেড ও ২টি রেডিও সেট উদ্ধার হয়।
On 30 Aug, movement of suspicious persons detected along the Line of Control in Rampur Sector, Baramulla district. Movement was from a village close to LoC &suspects had crossed into Indian territory. Their move was kept under constant surveillance: Chinar Corps, Indian Army. pic.twitter.com/6oYXtudFjh
— ANI (@ANI) September 1, 2020
এই বিপুল অস্ত্র দেখে চোখ কপালে উঠেছে জওয়ানদের। জওয়ানরা মনে করছেন, কাশ্মীরে বড়সড় কোনও নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। সীমান্তের ওপার থেকে অস্ত্রগুলি সরবরাহ করা হয়েছে। সেগুলি দ্রুত এখান থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেছিল। কিন্তু জওয়ানদের তৎপরতায় তা হল না। প্রসঙ্গত. কিছুদিন আগেও বারামুল্লায় কাশ্মীরের জঙ্গি সংগঠনগুলির হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছিল।
5 AK series rifles, 6 pistols, 23 grenades&more than 1200 rounds of ammunition recovered in Rampur sector along LoC. Pak’s modus operandi is to dump weapons close to LoC, thereafter, they task OGWs to smuggle these weapons into Kashmir: Virendra Vats, GOC,19th Division, Baramulla pic.twitter.com/AO0bwBxBdg
— ANI (@ANI) September 1, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.