সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশ আলোর উৎসবে মাতলেও হিংসার আগুনে পুড়ছে ভূস্বর্গ। সোনমার্গের গান্ডেরবালে জঙ্গি হামলার মাত্র ১২ দিনের ফের জঙ্গি হামলা চলল অসামরিক নাগরিকদের উপর। শুক্রবার কাশ্মীরের বুদগাম জেলার মাগাম এলাকায় দুই পরিযায়ী শ্রমিককে গুলি করে মারল জঙ্গিরা। মৃত দুই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের জলশক্তি দপ্তরে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন ২৫ বছরের সোফিয়ান ও ২০ বছরের উসমান মালিক। দুজনেই সাহারানপুরের বাসিন্দা। শুক্রবার মাগাম এলাকায় তাঁদের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। এই হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হয় শ্রীনগরের জেভিসি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ২ জনের।
উল্লেখ্য, মাত্র ১২ দিন আগে গান্দেরবালে শ্রীনগর-লেহ জাতীয় সড়কে নির্মীয়মাণ সুড়ঙ্গের কাছে শ্রমিকদের উপর হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় এক চিকিৎসক-সহ ৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। এর পর গত ২৪ অক্টোবর বারামুলায় সেনার গাড়িতে জঙ্গি হামলায় শহিদ হন দুই সেনা জওয়ান-সহ দুজন স্থানীয় নাগরিক। এর পর গত ২৮ অক্টোবর সকালে ফের সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ৩ জঙ্গি। যদিও এই হামলার পালটা জবাবে ৩ জঙ্গির মৃত্যু হয় কাশ্মীরের বাতাল এলাকায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল উপত্যকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.