ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত তিন দুষ্কৃতীকে তাড়া করে ধরে ফেলে গ্রামবাসীরা। জনতার মারে মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজনের। আশঙ্কাজনক তৃতীয়জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত সেনাকর্মীর উপর হামলার কারণ জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহতাস জেলার কল্যাণী গ্রামের ঘটনা। বুধবার সকাল ৯টা ৪৫ নাগাদ গ্রামে ঢুকে অবসরপ্রাপ্ত সেনাকর্মী বীজেন্দ্র সিংকে গুলি করে হত্যা করে বাইক আরোহী তিন দুষ্কৃতী। কাজ সেরে পালানোর সময় জনতার রোষের মুখে পড়ে দুষ্কৃতীরা। তাড়া করে তিন যুবককে ধরে শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে অভিযুক্তদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে মৃত্যু হয় দুই অভিযুক্ত মিথিলেশ কুমার (২৩) এবং আদিত্য কুমারের (২৫)। চিকিৎসা চলছে অজিত কুমারের।
এসপি বিনীত কুমার জানিয়েছেন, হত্যাকাণ্ড সেরে পালানোর সময় জনতা ধরে ফেল দুষ্কৃতীদের। ওই সময় প্রাণ বাঁচাতে পালটা গুলি চালায় অভিযুক্তরা। তাতে আহত হয়েছেন একজন গ্রামবাসী। গণপিটুনিতে মৃত্যু হয়েছে দুই যুবকের। হাসপাতালে চিকিৎসা চলছে তৃতীয় যুবকের। প্রাক্তন সেনাকর্মীকে কেন হত্যা করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.