Advertisement
Advertisement

Breaking News

সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, উপত্যকায় খতম ২ জঙ্গি

কুপওয়াড়ায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ ২ লস্কর জঙ্গি।

2 LeT terrorists gunned down at Kupwara

কুপওয়াড়ায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ ২ লস্কর জঙ্গি।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 1, 2019 8:56 am
  • Updated:March 1, 2019 9:56 am  

সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে নিঃশর্তে মুক্তির দিনই ফের অশান্ত কাশ্মীর সীমান্ত। জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় রাতভর সেনা-জঙ্গি গুলির লড়াইতে ২ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে সেনা সূত্রে খবর। হান্দওয়ারা এলাকায় রুটিন তল্লাশি চালানোর সময়ে জঙ্গিদের উপস্থিতি টের পায় সেনাবাহিনী। বাবাগুন্দে গ্রামের আত্মগোপন করে জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গি বাহিনী। পালটা জবাব দেয় সেনাও। সেনাবাহিনীর প্রাথমিক অনুমান, আরও অন্তত ২ থেকে ৩ জন জঙ্গি এলাকায় রয়েছে। এলাকাটি ঘিরে চলছে চিরুনি তল্লাশি। নিহত ২ জঙ্গি লস্করের সদস্য বলে প্রাথমিক অনুমান বাহিনীর।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে জম্মু-কাশ্মীর উপত্যকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর বাড়তি নজরদারি চলছে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়। গত মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা বরাবর পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার অভিযানে জঙ্গিঘাঁটি নির্মূল হওয়ার পরও কাশ্মীরের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জঙ্গি অনুপ্রবেশ ঘটেই চলছিল। সেনার তৎপরতায় বারবার তা বানচাল হয়েছে। বুধবারও সোপিয়ানের মিমান্দারে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জইশ জঙ্গির। এরপর শুক্রবার হান্দওয়ারার ঘটনা। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে চালাচ্ছে যৌথবাহিনী।

Advertisement
[সবচেয়ে বড় বাসের প্যারেড, গিনেস বুকে নাম উঠল কুম্ভমেলার]

মুখে শান্তির বার্তা দিয়ে ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়ার ঘোষণা করলেও, সীমান্তে উত্তেজনা জিইয়ে রাখছে পাকিস্তান।  শুক্রবার ভোরে কাশ্মীর সীমান্তের একাধিক সেক্টরে পাক সেনা গুলিবর্ষণ করেছে বলে সেনা সূত্রে খবর। উরি, পুঞ্চ, কৃষ্ণঘাঁটির মতো স্পর্শকাতর সেক্টরে পাক সেনাকে পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। বৃহস্পতিবার সন্ধেবেলাই যৌথ সাংবাদিক বিবৃতিতে তিন বাহিনীর প্রধানরা জানিয়েছিলেন, গত ২ দিনে অন্তত ৩৫ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। শুক্রবারের সংঘর্ষের ঘটনা তাতে নতুন সংযোজন। এদিকে, আজই ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে নিজের মাটিতে ফিরছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ভারত এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে নিঃশর্তেই তাঁকে ফিরিয়ে দিচ্ছে পাক প্রশাসন। বুধবার ভারতের আকাশসীমায় ঢুকে পড়া পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের মোকাবিলা করতে গিয়ে পাকিস্তানের মাটিতে গিয়ে পড়েন অভিনন্দন। প্রায় দুদিন তাঁকে সেখানে আটকে রাখা হয়। অভিনন্দনকে ছাড়তে প্রথমদিকে ভারতের উপর শর্ত আরোপ করলেও, চাপে পড়ে কয়েক ঘণ্টা পরই বয়ান বদলে করে ইমরান প্রশাসন। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান নিজে জানান, শান্তি প্রক্রিয়ার কথা মাথায় রেখে আজ ভারতীয় বায়ুসেনার পাইলটকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। এদিন দুপুরেই তাঁর দেশে ফেরার কথা। অভিনন্দনের প্রত্যাবর্তন ঘিরে ওয়াঘা-আটারি সীমান্তে রীতিমতো সাজ সাজ রব। নিরাপত্তা আরও জোরদার হয়েছে।

Jammu and Kashmir: Visuals from Kupwara district’s Handwara area where an encounter took place between terrorists and security forces earlier this morning; search operation is underway. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/Y35hCeo1i9

— ANI (@ANI) March 1, 2019

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement