Advertisement
Advertisement

বড়সড় সাফল্য ভারতীয় সেনার, গুলিতে ঝাঁজরা লস্কর জঙ্গিরা

বাকি জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷

2 Lashkar-e-Taiba terrorists killed in an encounter between terrorists &security personnel at Handwara

বাকি জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2017 11:03 am
  • Updated:May 14, 2017 11:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল ভারত৷ রবিবার জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারার ওয়ারিপোরায় দুই লস্কর জঙ্গিকে গুলিতে ঝাঁজরা করে দিল ভারতীয় সেনা৷ ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী৷ খবর সংবাদ সংস্থা এএনআইয়ের৷

[আর রাখঢাক নয়, এবার প্রকাশ্যেই ভারতকে হুমকি পাক সেনাপ্রধানের]

হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই জম্মু ও কাশ্মীরে অশান্তির মাত্রা যেন বহুগুণ বেড়ে গিয়েছে৷ প্রায় নিত্যদিনই নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের এলাকায় জঙ্গিদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর গুলির লড়াইয়ের খবর মিলছে৷ কেন্দ্রীয় গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়েছেন, টাকা দিয়ে ভূস্বর্গের যুবকদের ভারতীয় সেনার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই৷ ভারতীয় সেনা যখন কাশ্মীরি যুবকদের ইট-পাথরের হাত থেকে নিজেদের রক্ষা করতে ব্যস্ত, সেই ফাঁকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে জঙ্গিদের ঢুকতে সাহায্য করছে ইসলামাবাদ৷ এমনকী, জঙ্গিদের সীমান্ত পেরোতে সুবিধা করে দিতে তীব্র কভার ফায়ার করছে পাক রেঞ্জার্সরা৷ রবিবারও ভারতীয় সেনা ও বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ও মর্টার বর্ষণ করেছে পাক সেনা৷

Advertisement

[ভারতে বড়সড় হামলার আগেই গ্রেপ্তার হিজবুল জঙ্গি, মিলল পাক পাসপোর্ট ]

রবিবার জম্মু ও কাশ্মীরের মাঞ্জাকোটে, কেরি ও নৌশেরা সেক্টরে সকাল ৬টা ৪৫ মিনিট ও ৭টা নাগাদ ফের গোলাগুলি ছোড়ে পাক রেঞ্জার্স৷ ওই এলাকা থেকে অন্তত ৯০০ জন মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ভারতীয়দের লক্ষ্য করে ৮২ ও ১০২ এমএম মর্টার বর্ষণ করছে পাক সেনা৷ তবে এদিন নতুন করে কারও প্রাণহানি হয়নি৷ শনিবার সকাল সাতটা থেকে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা৷ গুলি ও মর্টার ছাড়াও পাক সেনারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রও ব্যবহার করেছে৷ পাক সেনার হামলায় এক শিশু-সহ প্রাণ হারিয়েছেন দুই সাধারণ নাগরিক৷ গুরুতর জখম হয়েছেন তিনজন স্থানীয় বাসিন্দা৷ পাক গোলাবর্ষণের পাল্টা জবাব দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷ যদিও তাতে কোনও পাক রেঞ্জার্সের হতাহতের খবর নেই৷ সেনাঘাঁটিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ চলতি মাসে এ নিয়ে তিনবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে পাক হামলার ঘটনা ঘটল৷ উল্লেখ্য, এ মাসের শুরুতেই পুঞ্চে পাক বর্বরতার ঘটনা ঘটেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement