Advertisement
Advertisement
Brij Bhushan Singh

‘যেমন বাবা, তেমন ছেলে’, ব্রিজভূষণের ছেলের কনভয়ের ধাক্কায় শিশুমৃত্যু নিয়ে কটাক্ষ তৃণমূলের

বুধবার উত্তরপ্রদেশের গোণ্ডায় করণ ভূষণ শরণ সিংয়ের কনভয়ের ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

TMC Attacks Karan 2 killed after being hit by car in Brij Bhushan Singh's son's convoy
Published by: Subhajit Mandal
  • Posted:May 29, 2024 2:16 pm
  • Updated:May 29, 2024 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন বাবা, তেমন ছেলে! ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে তথা বিজেপি প্রার্থী করণ ভূষণ শরণ সিংয়ের কনভয়ের ধাক্কায় দুই শিশুর মৃত্যু নিয়ে সরব তৃণমূল। এরাজ্যের শাসকদল মনে করছে, ওটা নেহাত দুর্ঘটনা নয়, বেপরোয়া মানসিকতার ফসল।

/p>

ব্রিজভূষণের ছেলের গাড়িতে দুর্ঘটনা নিয়ে টুইট করে তৃণমূলের কটাক্ষ, “ব্রিজভূষণ মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা এবং শ্লীলতাহানির জন্য কুখ্যাত, ছেলের মধ্যেও সেই গুণগুলো রয়েছে। বাবার থেকে আরও এককাঠি উপরে উঠে কাইজারগঞ্জের বিজেপি প্রার্থী নিরীহ শিশুদের উপর গাড়ি চালিয়ে দিল। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, একজন আহত। মনে হচ্ছে মোদির গোটা পরিবারটাই অপরাধী মানসিকতায় চলে।” তৃণমূল কটাক্ষ করে বলছে, করণ ভূষণ সিং বাবার উপযুক্ত ছেলে।

[আরও পড়ুন: ভারতীয় নারীশক্তির জয়, মেজর রাধিকা সেনকে বিশেষ সম্মান রাষ্ট্রসংঘের]

উত্তরপ্রদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং (Brij Bhushan Sharan Singh)। গত বছর তাঁর বিরুদ্ধে একাধিক কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি (BJP)। যদিও উত্তরপ্রদেশের রাজনীতিতে তাঁর প্রভাবকে গুরুত্ব দিয়ে এবার কাইজারগঞ্জ কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে তাঁর পুত্র করণ ভূষণ সিংকে।

[আরও পড়ুন: পাকিস্তানের পর এবার চিন, ৬২’র হামলা নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য মণিশংকরের]

বুধবার উত্তরপ্রদেশের গোণ্ডায় করণ ভূষণ শরণ সিংয়ের কনভয়ের ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোণ্ডার কলোনেলগঞ্জ-হুজোরপুর রোড ধরে দ্রুত গতিতে ছুটছিল করণের (Karan Bhushan Sharan Singh) কনভয়। পথে বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের সামনে একাধিক শিশুকে চাপা দেয় কনভয়েরই একটি গাড়ি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। সেই ঘটনা নিয়েই সরব তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement