সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেন দুই কন্নড় অভিনেতা৷ ঘটনায় দুই অভিনেতার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে ৩৫ কিমি দূরে হচ্ছিল এক কন্নড় ছবির শুটিং৷ শুটিংয়ের স্টান্ট পারফর্ম করার কথা ছিল তিন অভিনেতার৷ সেই মতো চপার থেকে জলে ঝাঁপ দেন তাঁরা৷ তারপর দুনিয়া বিজয় নামে জনপ্রিয় এক অভিনেতা সাঁতরে ফিরে এলেও, বাকি দুই অভিনেতা নিখোঁজ৷ অনিল ও উদয় নামে ওই দুই অভিনেতা জলে ডুবে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে৷
ঘটনায় ছবির পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে পুলিশ৷ পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই শুটিং চলছিল বলে মনে করা হচ্ছে৷
#WATCH: Two Kannada actors missing after they jumped from a chopper into Thippagondanahalli Reservoir during a movie shoot in Bengaluru. pic.twitter.com/MBTzbicvxl
— ANI (@ANI_news) November 7, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.