Advertisement
Advertisement

Breaking News

শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা, তলিয়ে গেলেন ২ অভিনেতা

ঘটনায় ছবির পরিচালক-প্রযোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে পুলিশ৷ পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই শুটিং চলছিল বলে মনে করা হচ্ছে৷

2 Kannada actors feared Dead During a Film Shooting
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 6:42 pm
  • Updated:November 7, 2016 6:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেন দুই কন্নড় অভিনেতা৷ ঘটনায় দুই অভিনেতার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে ৩৫ কিমি দূরে হচ্ছিল এক কন্নড় ছবির শুটিং৷ শুটিংয়ের স্টান্ট পারফর্ম করার কথা ছিল তিন অভিনেতার৷ সেই মতো চপার থেকে জলে ঝাঁপ দেন তাঁরা৷ তারপর দুনিয়া বিজয় নামে জনপ্রিয় এক অভিনেতা সাঁতরে ফিরে এলেও, বাকি দুই অভিনেতা নিখোঁজ৷  অনিল ও উদয় নামে ওই দুই অভিনেতা জলে ডুবে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

Advertisement

ঘটনায় ছবির পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে পুলিশ৷ পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই শুটিং চলছিল বলে মনে করা হচ্ছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement