Advertisement
Advertisement

Breaking News

Taiwan Earthquake

অবশেষে উদ্ধার তাইওয়ানের ভূমিকম্পে নিখোঁজ ভারতীয়দের, কেমন আছেন? জানাল বিদেশমন্ত্রক

গত ২৫ বছরের মধ্যে এটাই তাইওয়ানে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

2 Indians Reported Missing After Taiwan Earthquake, Centre gives information of them
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 5, 2024 2:36 pm
  • Updated:April 5, 2024 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বুধবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। এই বিপর্যয়ে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন। খোঁজ মিলছিল না দুজন ভারতীয়েরও। কিন্তু এবার স্বস্তির খবর দিল বিদেশমন্ত্রক। সুস্থ রয়েছেন দুজনেই। যোগাযোগ করা গিয়েছে তাঁদের সঙ্গে।

বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “তাইওয়ানের ভূমিকম্পে নিখোঁজ ছিলেন দুজন ভারতীয়। বিপর্যয়ের পর তাঁদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। কিন্তু এখন দুজনের সঙ্গেই যোগাযোগ স্থাপন করা গিয়েছে। তাঁরা সুস্থ রয়েছেন।” এর আগে তাইওয়ান প্রশাসন সূত্রে খবর মিলেছিল, ওই দুজন ভারতীয়কে ভূমিকম্পের আগে তাঁদের শেষবারের মতো তারোকো ন্যাশনাল পার্কে দেখা গিয়েছে। এই জায়গায়টি ভূমিকম্পের কেন্দ্রস্থলের খুব কাছেই।

Advertisement

[আরও পড়ুন: ইজরায়েলের ‘বন্ধু’ আমেরিকা, বাইডেনের ইফতারের আমন্ত্রণ ফেরালেন মুসলিমরা]

এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। যাঁদের মধ্যে ৪ জনের দেহ তারোকো ন্যাশনাল পার্কের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। শেষ পাওয়া খবর মোতাবেক, এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বহু মানুষ। তাঁদের উদ্ধার করতে এবং নিখোঁজদের খোঁজে জোর কদমে কাজ করছে উদ্ধারকারী দল। ইতিমধ্যেই আহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে। কম্পনের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহু বাড়ি। বড় বড় ভবনগুলো পুরোপুরি সামনের দিকে হেলে পড়েছে।

ভূমিকম্পের পরই ইন্ডিয়া তাইপেই অ্যাসোসিয়েশনে’র তরফে একটি বিবৃতি জারি করা হয়। জানানো হয়,’বুধবার অর্থাৎ ৩ এপ্রিল, ২০২৪ সকালে তাইওয়ানের পূর্ব উপকূলে হওয়া ভূমিকম্পের দিকে নজর রেখে তাইওয়ানে বসবাসকারী ভারতীয়দের জন্য এমার্জেন্সি হেল্পলাইন খুলে দেওয়া হল সাহায্য, পরামর্শের জন্য।’ পোস্টে ফোন নম্বরের পাশাপাশি ইমেল আইডিও দেওয়া হয়েছে। এছাড়া অ্যাসোসিয়েশনের তরফে আর্জি জানানো হয়েছে, ওখানে থাকা ভারতীয়রা যেন এই নির্দেশিকা বাকিদের কাছেও পৌঁছে দেন। এখনও সেখানে সকলকের কাছে অনুরোধ জানানো হয়েছে তাঁরা যেন সমস্ত প্রোটোকল মেনে চলেন। বলে রাখা ভালো, গত ২৫ বছরের মধ্যে এটাই তাইওয়ানে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

[আরও পড়ুন: ও স্কুলে এলে পরিবেশ নষ্ট হবে! গণধর্ষিতাকে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে দিল না স্কুল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement