সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে বড়সড় দুর্ঘটনা। প্রায় ১০০ বছরের পুরনো ২টি বাড়ি ভেঙে মৃত্যু হল একজনের। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নামে প্রশাসন। ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয় আরও ৮ জনকে। প্রবল বৃষ্টির জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা গিয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশদ্বারের দিকে যাওয়ার রাস্তাতেই ছিল দীর্ঘদিনের পুরনো ওই দুটি বাড়ি। মঙ্গলবার হঠাৎ হুড়মুড় করে ধসে পড়ে বাড়িটি। বাড়ির মধ্যে সেই সময় ঘুমোচ্ছিলেন বাসিন্দারা। ফলে বাড়ি ছাড়ার বিন্দুমাত্র সুযোগ পাননি তাঁরা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয় ৯ জনকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় এক মহিলার। ধ্বংসস্তুপের নিচে আর কেউ আটকে রয়েছে কিনা তার সন্ধান শুরু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বারাণসীর বিভাগীয় কমিশনার কৌশল শর্মা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশে লাগাতার বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা। ওই বাড়ি দুটি এমনিতেই জরাজীর্ণ অবস্থায় ছিল তার উপর এই বৃষ্টিতে বাড়ির নিচের মাটি আলগা হয়ে সেটি ভেঙে পড়ে। পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল বলেন, উদ্ধারকাজ প্রায় সম্পূর্ণ। মোট ৯ জনকে উদ্ধার করা হয়। যার মধ্যে একজনের মৃত্যু হয়। পাশাপাশি এই ঘটনায় উদ্ধারকাজ চলাকালীন এক মহিলা কনস্টেবলও আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনার জেরে কাশী বিশ্বনাথ মন্দিরের ৪ নম্বর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ১ ও ২ নম্বর দরজা দিয়ে মন্দির পরিদর্শন করছেন ভক্তরা। প্রশাসনের তরফে জানা যাচ্ছে, ধ্বংসস্তুপ সরানোর পর ফের ৪ নম্বর দরজা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.