ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক ভিভিআইপি নেতার উপর প্রাণঘাতী হামলার ছক! জেলবন্দি অমৃতপাল সিং সমর্থকদের সোশাল মিডিয়া চ্যাট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল দেশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় এফআইআর দায়েরের পাশাপাশি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। জানা গিয়েছে, অমিত শাহের পাশাপাশি এই আততায়ীদের নিশানায় ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু ও শিরোমনি অকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া।
জানা গিয়েছে, ‘ওয়ারিশ দে পাঞ্জাব’ নামের এক হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে ফাঁস হয় এই তথ্য। সোশাল মিডিয়ার হামলার ষড়যন্ত্রের আলোচনা ফাঁস হতেই নড়েচড়ে বসেন তদন্তকারীরা। জানা যায়, এই হোয়াটস অ্যাপ গ্রুপ জাতীয় নিরাপত্তা আইনে জেলবন্দি অমৃতপাল সিংয়ের সমর্থকদের। যেখানে প্রায় ৬০০ জন সদস্য রয়েছেন। তদন্তকারী দাবি, এই গ্রুপে আলোচনা হয়েছিল কীভাবে রাজনৈতিক নেতৃত্ব ও ধর্মীয় নেতাদের উপর হামলা চালানো হবে। পাশাপাশি বিদেশি তহবিল সংগ্রহ, অস্ত্র কেনার মতো বহু স্পর্শকাতর বিষয় নিয়ে এই গ্রুপে আলোচনা হয়েছিল বলে জানা যাচ্ছে।
গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল ষড়যন্ত্রকারী লক্ষদীপ সিং সর্দারগড়, বলকার সিং ও পবনদীপ সিংকে চিহ্নিত করেছে পুলিশ। এদের মধ্যে বলকার ও পবনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই চ্যাট প্রকাশ্যে আসার পর সোশাল মিডিয়ায় এক অডিও রেকর্ড প্রকাশ করেছেন অকালি দলের নেতা মাজিথিয়া। যেখানে অমৃতপাল সিং স্বীকার করছেন তাঁর গ্যাংস্টারদের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তিনি ডাকাতি ও আরও নানান সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। পাশাপাশি এই ইস্যুতে এনআইএ তদন্তের দাবই জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.