সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়েছিল দুই বান্ধবী। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা অনুমান করেছিলেন, হয়তো আত্মীয়ের বাড়িতে রয়েছে। কিন্তু মঙ্গলবার সকালেও বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করেন অভিভাবকেরা। তার পরই কাছের আমবাগানের গাছের ডাল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় দুই কিশোরীর। পরিবারের অভিযোগ, কেউ তাদের খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। তদন্তে পুলিশ।
চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের ফারুখাবাদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরীর বয়স ১৫ ও ১৮ বছর। সোমবার দুই বান্ধবী একসঙ্গে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যায়। সোমবার রাতে ৯টার দিকে বৃষ্টি শুরু হওয়ার তারা বাড়ি ফিরে আসে। পরে রাতের দিকে ফের সেখানে যায়। ১টার দিকে অনুষ্ঠান শেষ হয়। তারা বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি করা হয়। তবে পাওয়া যায়নি।
সকালেও দুই বান্ধবী ফিরে না আসায় উদ্বেগ বাড়ে পরিবারের। তার পর খোঁজাখুঁজি করতেই মঙ্গলবার সকাল ৬টায় নাগাদ স্থানীয় একটি আমবাগানের গাছে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন সদস্যরা। খবর যায় পুলিশে। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ও সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ।
মৃত এক কিশোরীর বাবা বলেন, “ওরা দুজনে সোমবার বিকেলে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষের পর তারা ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করি। পরিচিত এক বাচ্চার থেকে জানতে পারি তারা কাছের আত্মীয়ের বাড়িতে আছে। সেখানে গিয়েও খুঁজে পাইনি। তবে ওখানে আমাদের অনেক আত্মীয় ছিল। তাই আমরা ভাবি, ওরা ওখানেই আছে। তবে সকাল ৬টার দিকে আমরা এখানে এসে দেখি দুই মেয়ের দেহ ঝুলছে। আমাদের মনে হচ্ছে কেউ ওদের খুন করে ঝুলিয়ে দিয়েছে।”
জেলা পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী বলেন, “মৃত দুই কিশোরী কাছের বন্ধু ছিল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার লোকেদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
এদিকে, বিরোধী দলের প্রধান অখিলেশ যাদব দ্রুত তদন্ত দাবি তুলে বলেছেন, ‘এই ঘটনা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করেছে।’ এক্স হ্যাণ্ডেলে তিনি পোস্ট করে লিখেছেন, “বিজেপি সরকারের অবিলম্বে একটি সুষ্ঠু তদন্ত করা উচিত। এই ধরনের ঘটনা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করে এবং মহিলাদের উপর গভীর প্রভাব ফেলে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.