Advertisement
Advertisement
ধর্ষণ

কিশোরীকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন, ত্রিপুরায় মৃত্যুদণ্ড দুই ধর্ষকের

এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার।

2 get death penalty for raping, killing minor in Tripura

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:February 14, 2020 12:56 pm
  • Updated:February 14, 2020 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কিশোরীকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছিল। ২০০১৮ সালে ঘটা সেই ঘটনার বিচার মিলল প্রায় ২ বছর পর। দুই দোষী সাব্যস্তকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ত্রিপুরায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের ৫ ডিসেম্বর ঘটনাটি ঘটেছিল ত্রিপুরার গোমতী জেলার নতুন বাজার থানার অন্তর্গত কৃষ্ণকান্ত পাড়ায়। ১৫ বছরের ওই কিশোরী স্কুলে যাচ্ছিল। সেইসময় তাকে জোর করে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ (Rape) করে দুই যুবক। তারপর প্রমাণ চাপা দিতে নির্যাতিতার মাথায় গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করে পুকুরে চুবিয়ে রাখে। এর জেরে দমবন্ধ হয়ে মারা যায় মেয়েটি। পরে তার দেহ মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায় দুই ধর্ষক

Advertisement

[আরও পড়ুন: পুলওয়ামার শহিদদের স্মৃতিচারণায় প্রতিশোধের হুমকি সিআরপিএফের, টুইটে শ্রদ্ধার্ঘ্য মোদি-মমতার ]

 

এদিকে বিকেল হয়ে যাওয়ার পরে স্কুল থেকে বাড়ি না ফেরায় চিন্তায় পরে যায় কিশোরটির পরিবার। পরে বোনের কোনও খবর না পেয়ে স্থানীয় দুই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির দাদা। এরপরই Pocso-সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকেও। এরপর ৩২ জনের সাক্ষ্য নেওয়া হয়। তার ভিত্তিতে সম্প্রতি দোষী সাব্যস্ত করা হয় দুই যুবককে। আর আজ তাদের ফাঁসির সাজা ঘোষণা করা হল।

[আরও পড়ুন: পুলওয়ামা কাণ্ডের বর্ষপূর্তি: কোথা থেকে এসেছিল বিস্ফোরক, এখনও অন্ধকারে NIA ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement