সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় চলন্ত মোটর সাইকেলের উপর আছড়ে পড়ল ট্রাক। দুর্ঘটনার জেরে আগুন লাগল মালবাহী ট্রাকটিতে। রাজস্থানের ধৌলপুরে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক সওয়ারির। হাড়হিম এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত মালবহনের কারণে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ওই ট্রাকটি। দুর্ভাগ্যবশত এই ঘটনার সময় ট্রাকটির সামনে চলে আসে একটি বাইক। দুজন সওয়ারি ছিলেন বাইকে। ট্রাকের নিচে চাপা পড়ে যান তাঁরা। ভয়াবহ এই দুর্ঘটনার পরই আহুন লেগে যায় ট্রাকটিতে। নিচে আটকে পড়া ওই সওয়ারিদের উদ্ধারের কোনও পথ না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন খোদ পুলিশ সুপারও। ক্রেনের সাহায্যে ট্রাকটি সরিয়ে সওয়ারিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর।
#धौलपुर :बाइक सवार दोनों दोस्तो क्या पता था .. कि उनके पीछे आ रहा ट्रक उनकी जिंदगी की सांसे रोक देगा..धौलपुर शहर से गुजर रहे NH हाइवे NH 11बी 132 केवी जीएसएस के पास लापरवाही से चालक द्वारा चला रहे ट्रक के असंतुलित होकर पलटने का लाइव सीसीटीवी फुटेज सामने आया…जिसमें साफ दिखाई दे… pic.twitter.com/VVrniHQTA2
— Rajasthan Chowk (@RajasthanChowk) February 26, 2025
জানা গিয়েছে, নিকটবর্তী পেট্রোল পাম্প থেকে বাইকে তেল ভরিয়ে ফিরছিলেন ভোগিরাম নগর কলোনির বাসিন্দা অরবিন্দ (১৯) ও বিজয় সিং (২২)। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের জেরে তাঁদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। ভাইরাল হওয়া ওই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভিডিওতে দেখা গিয়েছে, বিপুল মাল বোঝাই করে অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল ট্রাকটি। যার জেরেই বেসামাল হয়ে উলটে যায় সেটি। অভিযুক্ত ট্রাক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.