Advertisement
Advertisement
Bengaluru

কাজের চাপে এ কী কাণ্ড! ভাড়াটে গুন্ডা দিয়ে রাস্তায় ফেলে পেটাই অফিসের বসকে

সংস্থার অডিটরকে 'জব্দ' করতে গুন্ডা ভাড়া ২ সহকর্মীর!

2 firm workers hire goons to beat colleague in Bengaluru
Published by: Amit Kumar Das
  • Posted:April 6, 2024 8:00 pm
  • Updated:April 6, 2024 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেলাগাম কাজের চাপে উর্ধ্বতন সহকর্মীর উপর তিতিবিরক্ত! যার জেরেই গুন্ডা ভাড়া করে সহকর্মীকে রাস্তায় ফেলে প্রচণ্ড মারধর করার অভিযোগ উঠল ২ জনের বিরুদ্ধে। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে গাড়ির ক্যামেরায়। তা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। জানা গিয়েছে, এই হামলার ঘটনা বেঙ্গালুরুর (Bengaluru) হেন্নুর এলাকার কল্যাণ নগরের। তদন্তে নেমে অভিযুক্ত ২ সহকর্মী-সহ ৫ ভাড়াটে গুন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ (Police)।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় এক ব্যক্তিকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারছে কয়েকজন, যা দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন পথচলতি মানুষজন। কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায়। গাড়ি থামিয়েও এগিয়ে আসেন কেউ কেউ। ভিড় দেখে ওই আহত ব্যক্তিকে ফেলেই এলাকা ছাড়ে অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম সুরেশ। তিনি একটি দুধ প্রস্তুতকারী সংস্থায় অডিটর পদে কর্মরত। ভাইরাল ভিডিওর সূত্র ধরে সুরেশকে মারধরের অভিযোগে উমাশঙ্কর ও ভিনেশ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা দু’জনই সুরেশের অধস্তন কর্মী।

Advertisement

[আরও পড়ুন: সদ্যোজাতর দাম ৫ লাখ! ১ মাসে ১০ শিশু বিক্রির পর দিল্লিতে CBI জালে পাচারচক্র]

পুলিশি জেরায় দুজনের দাবি, দিনের পর দিন তাঁদের উপর কাজের চাপের বোঝা চাপাচ্ছিলেন সুরেশ, এমনকী দুর্ব্যবহারও করতেন। যার জেরে সুরেশের উপর ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধরের সিদ্ধান্ত নেন তাঁরা। এদিকে সংস্থার তরফে জানা যাচ্ছে, বছরখানেক আগে ওই সংস্থায় অডিটর হিসাবে যোগ দিয়েছিলেন সুরেশ। অত্যন্ত কড়া ধাঁচের বস। তাঁর ভয়ে রীতিমতো তটস্থ থাকতেন সংস্থার বাকি কর্মীরা। কাজে যোগ দিয়েই সংস্থার স্বার্থে একাধিক কড়া পদক্ষেপ নেন সুরেশ। কাজে গাফিলতির অভিযোগে উমাশঙ্কর ও ভিনেশের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশও ঠোকেন। যার ফলে তাঁর ওপর রাগ ছিল ওদের। এরপর সন্দীপ নামে সংস্থারই প্রাক্তন এক কর্মীর সাহায্যে বেশ কয়েকজন গুন্ডা ভাড়া করে হামলা চালানো হয় সুরেশের উপর।

[আরও পড়ুন: জোট জটে নওশাদকে আক্রমণ বাম-কংগ্রেসের, এড়িয়ে গেল তৃণমূল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement