Advertisement
Advertisement

Breaking News

Mumbai

স্পিডবোটের ধাক্কায় উলটে গেল লঞ্চ, মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে দুর্ঘটনায় মৃত ১৩

নিখোঁজ যাত্রীদের খোঁজে চলছে উদ্ধারকাজ। মাছ ধরার লঞ্চ, নৌসেনার ১১টি বোট এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধারকাজ শুরু হয়।

13 died after Speedboat rams ferry near Gateway of India of Mumbai
Published by: Kishore Ghosh
  • Posted:December 18, 2024 7:15 pm
  • Updated:December 18, 2024 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চডুবি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। নৌসেনার একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা মারে। এর ফলেই ১১০ জন যাত্রী-সহ লঞ্চটি জলে ডুবে যায় বলে জানা গিয়েছে। লঞ্চের যাত্রীসংখ্যা নিয়ে ধন্দ রয়েছে। চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে ৯৯ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জন গুরুতর আহত বলে জানা গিয়েছি। স্থানীয় সূত্রে দাবি, এখনও সাত থেকে আট জন যাত্রী নিখোঁজ।

lanch

বুধবার গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, তীব্র গতিতে ছুটে আসা স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারছে লঞ্চে। এর পরেই কাত হয়ে জলে ডুবে যায় সেটি। নৌসেনা সূত্রে জানা গিয়েছে, স্পিডবোটের ইঞ্জিনে গোলমালের জেরে দুর্ঘটনা ঘটেছে। এদিকে বৃহম্মুম্বই পৌরনিগম জানিয়েছে, আশঙ্কাজনক ৫ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌসেনার ১১টি বোট এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধারকাজ শুরু হয়। পরে চারটি হেলিকপ্টারও উদ্ধারকাজে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে।

আরব সাগরের বুকে এলিফ্যান্টা দ্বীপে রয়েছে একাধিক পাহাড়ি গুহা। যা মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। অন্যদিকে গেটওয়ে অফ ইন্ডিয়াতে প্রতিদিন ভিড় করেন মুম্বইয়ে ঘুরতে আসা অসংখ্য মানুষ। এছাড়া স্থানীয়রাও কর্মসূত্রে গেটওয়া ইন্ডিয়ার ফেরিঘাট থেকে লঞ্চে চেপে এলিফ্যান্টা দ্বীপে যান। এদিন সেরকম একটি লঞ্চেই দুর্ঘটনা ঘটে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement