সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাপমাত্রা ছুঁয়েছিল ৪২ ডিগ্রি। প্রবল দাবদাহ থেকে স্বস্তির বৃষ্টি নামলেও তার আগে ভয়ংকর ধুলোঝড়ে (Dust Storm) বেসামাল অবস্থা হল রাজধানীবাসীর। শুক্রবার রাতে প্রবল ঝড়ের জেরে উপড়ে পড়ল একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি এমনকী দেওয়ালের একাংশ। প্রকৃতির রোষে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে দিল্লির (Delhi) এনসিআরে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে রাজধানীর বিদ্যুৎ পরিষেবা।
প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে গোটা দেশের পাশাপাশি তাপপ্রবাহ চলে দিল্লিতেও। এই পরিস্থিতিতে শুক্রবার হঠাৎ প্রবল ঝুলোঝড়ের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। ধুলো ঝড়ের ব্যাপক যানজট তৈরি হয় রাস্তায়। এমনকী প্রভাবিত হয় বিমান চলাচল। ঝড়ের জেরে একাধিক বিমান দিল্লি নামতে পারেনি, বিমানগুলিকে অন্যদিকে ফেরানো হয়। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে বিদ্যুৎ পরিষেবা। জায়গায় জায়গায় গাছ পড়ে বন্ধ হয় যান চলাচল। দেওয়াল ভেঙে ও হোডিং ছিড়ে একাধিক দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের কবলে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ২৩ জন আহত হয়েছে।
দিল্লির আবহাওয়া দপ্তরের তরফে, সতর্কবার্তা জারি করা হয়েছে। দিল্লিবাসীকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে নিষেধ করেছে মৌসম ভবন। শনি ও রবিবার বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাষ রয়েছে রাজধানীতে। জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জিআইএফের মাধ্যমে ধুলো ঝড়ের গ্রাফিক্যাল চিত্রও দেখানো হয়েছে। তবে দীর্ঘ তাপপ্রবাহের পর এই বৃষ্টিতে দিল্লির তাপমাত্রা নেমেছে অনেকটাই যা কিছুটা হলেও স্বস্তি দিল্লির বাসিন্দাদের জন্য।
#WATCH | Delhi: Traffic affected as trees fell after gusty winds hit National Capital & the adjoining areas.
(Visuals from 11 Murti Marg) pic.twitter.com/jKEcgE9Xtm
— ANI (@ANI) May 10, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.