সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে (Delhi-Gurugram Expressway) ভয়ংকর দুর্ঘটনা। চলন্ত দোতলা বাসে অগ্নিকাণ্ড। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আগুনে পুড়ে আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে চলন্ত দোতলা বাসে আগুন লাগে। দিল্লি ও জয়পুরের মধ্যে সংযোগকারী এক্সপ্রেসওয়ের ঝারসা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনা ঘটেছে। চোখের নিমেষে গোটা বাসটি দাউ দাউ করে জ্বলে উঠলে যাত্রীরা অনেকেই বাঁচার জন্য বাস থেকে রাস্তায় ঝাঁপিয়ে পড়েন। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। আহতদের উদ্ধার করে সেক্টর ১০-এর গুরুগ্রাম সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা ৩০ থেকে ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত বাসে আগুন লাগার কারণ জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.