Advertisement
Advertisement

Breaking News

Mumbai

৪৩ তলা থেকে পাথর পড়ল মাথায়, মুম্বইয়ের পথে মর্মান্তিক মৃত্যু ২ ব্যক্তির

বিরাট পাথরের চাঁই পড়ে ক্ষতিগ্রস্ত দু'টি ট্যাক্সিও।

2 dead after big stone falls from 42nd floor of under-construction building in Mumbai | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 15, 2023 1:05 pm
  • Updated:February 15, 2023 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের (Mumbai) রাস্তায় মর্মান্তিক মৃত্যু হল দুই ব্যক্তির। নির্মীয়মান বহুতল থেকে মাথায় পাথরের চাঁই পড়ে প্রাণ গেলো ওই পথচারীদের। ৪৩ তলা বাড়িটি থেকে পাথর পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই রাস্তার পাশে দাঁড় করানো একধিক ট্যাক্সির। স্থানীয়রা আহত দুই ব্যক্তির জন্য চিকিৎসার ব্যবস্থা করলেও বাঁচানো যায়নি। ঘটনায় বহুতল নির্মাণে আশপাশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের ওরলি এলাকায় তৈরি হচ্ছে ৪৩ তলা ভবন ফোর সিজনস রেসিডেন্সি। যেটি রয়েছে ওরলির ফোর সিজনস হোটেলের কাছেই। ঘটনার সময় ভারী পাথরের স্ল্যাব ক্রেনে করে ওঠানো-নামানো হচ্ছিল। সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নির্মীয়মান বহুতলের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন সাধারণ মানুষ। আচমকা বেশ কিছু কংক্রিটের স্ল্যাব নিচে খসে পড়ে। তার মধ্যে একটি স্ল্যাব সরাসরি পথচারী দুই ব্যক্তির মাথায় এসে পড়ে। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন দু’জনেই।

Advertisement
পাথর পড়ে ক্ষতিগ্রস্ত ট্যাক্সি।

[আরও পড়ুন: আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা কংগ্রেস নেত্রীর, তদন্তের দাবিতে চিঠি রিজার্ভ ব্যাংক-সেবিকেও]

গুরুতর আহত দুই ব্যক্তিকে রাস্তায় ছটফট করতে দেখে স্থানীয়রা ১০৮ ডায়াল করে চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ডাকেন। যদিও ঘটনাস্থলে চিকিৎসক উপস্থিত হয়ে জানান, দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদের পরিচয় জানা যায়নি। এদিকে দুই ব্যক্তির মৃত্যুতে বহুতল নির্মাণে এলাকার মানুষের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বহুতলের নির্মাণ কাজ চালানোর সময় নিচে জাল কেন বিছানো হয়নি? কীভাবে এমনটা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: লিভ ইন সঙ্গীকে খুন করে গদির ভিতরে দেহ! পালিয়েও শেষরক্ষা হল না অভিযুক্তের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement