Advertisement
Advertisement
Kerala

ফের কোভিডে মৃত্যু, আতঙ্ক বাড়াচ্ছে কেরল, রাজ্যজুড়ে সতর্কতা স্বাস্থ্য দপ্তরের

ডিসেম্বরের প্রথম ১০ দিনে কেরলে কোভিডে আক্রান্ত ৮২৫ জন।

2 COVID-19 deaths reported in Kerala | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:December 17, 2023 2:01 pm
  • Updated:December 17, 2023 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার কি ফিরবে দুঃস্বপ্নের দিন! গত কয়েক দিনে উত্তর কেরলে (Kerala) কোভিডে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর পরেই নতুন করে সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। চিন্তায় প্রশাসন। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে দক্ষিণের এই রাজ্য থেকেই কোভিডের উদ্বেগ ছড়িয়েছিল গোটা ভারতে।

কোভিডে (Covid) মৃত্যু হয়েছে কেরলের কোঝিকোড় জেলার কালিয়াত্তুপারম্বথ কুমারন (৭৭) এবং কান্নুর জেলার পালাক্কান্ডি আবদুল্লাহর (৮২)। শুক্রবার মৃত্যু হয়েছে আবদুল্লাহর। জানা গিয়েছে, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। কেরলে গত কিছুদিন ধরেই কোভিড সংক্রমণ নতুন করে ঊর্ধ্বমুখী। নভেম্বরে কেরলে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৭০ জন। ডিসেম্বরের প্রথম ১০ দিনে সে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮২৫ জন।

Advertisement

 

[আরও পড়ুন: জন্মের দুবছরেই বাজিমাত! সব হুইস্কিকে দশ গোল দিয়ে বিশ্বসেরা এই দেশীয় ব্র্যান্ড]

কেরল স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে, যাঁদের সর্দি-কাশি, শ্বাসকষ্ট, লো ব্লাড প্রেসার, খেতে সমস্যা হচ্ছে, তাঁরা দ্রুত চিকিৎসককে দেখাবেন। কোভিড মনে হলেই রক্ত পরীক্ষা করতে হবে। যাতে করে দ্রুত চিকিৎসা শুরু করা যায়। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, কোভিডের থেকেও দূষণ এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এই ধরনের উপসর্গগুলো বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও স্বস্তির কথা হল, কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নগণ্য। তারপরেও কেরলে জেএন.১ প্রজাতির অস্তিত্ব মেলায় চিন্তায় বিশেষজ্ঞ ও প্রশাসন।

 

[আরও পড়ুন: ৩৭০ ধারা প্রত্যাহার ‘বিরক্তিকর’, সমালোচনা প্রাক্তন বিচারপতি নরিম্যানের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement