Advertisement
Advertisement
সেদ্ধ ডিম

দু’টি সেদ্ধ ডিমের দাম ১৭০০টাকা! তাজ্জব ক্রেতা

‘মুরগি বোধহয় ধনী পরিবারের তাই ডিমের এত দাম’, মশকরা নেটিজেনদের৷

2 boiled eggs at Four Seasons Hotel, Mumbai costs Rs 1700
Published by: Sayani Sen
  • Posted:August 12, 2019 2:06 pm
  • Updated:August 12, 2019 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি ডিম সেদ্ধ কিনতে কত টাকা খরচ হতে পারে? খুব বেশি হলে হতে পারে কুড়ি টাকা কিংবা তিরিশ টাকা৷ কিন্তু মুম্বইয়ের এক হোটেলে দু’টি সেদ্ধ ডিমের দাম শুনলে আপনি চমকে উঠবেন৷ যেমন অবস্থা হয়েছে কার্তিক ধর নামে এক ক্রেতার৷ সেদ্ধ ডিম কিনে হাতে ছ্যাঁকা লেগেছে তাঁর৷ 

[আরও পড়ুন: ‘খুব ভাল কাজ করেন’, জওয়ানের প্রশংসায় খুদের কীর্তি ভাইরাল নেটদুনিয়ায়]

সম্প্রতি জে ডব্লিউ ম্যারিয়টের মতো এক অভিজাত হোটেলে কলার দাম নিয়ে হইচই পড়ে যায়৷ ৪৪২ টাকা দিয়ে দু’টি কলা কিনে অবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা রাহুল বোস৷ সেই কথাটি রাহুল নিজেই টুইট করে জানিয়েছিলেন৷ অবশেষে আইনি ব্যবস্থা নেওয়া হয়৷ অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ওই বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষকে ২৫০০০টাকা জরিমানাও দিতে হয়৷
সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ‘মহার্ঘ’ সেদ্ধ ডিম৷ শিরোনামে মুম্বইয়ের ফোর সিজন হোটেল৷ কার্তিক ধর নামে এক ব্যক্তি ১৭০০ টাকা দিয়ে মাত্র দুটি সেদ্ধ ডিম কিনে আঁতকে ওঠেন৷ টুইটে জানিয়েছেন তাঁকে দুটি সেদ্ধ ডিমের জন্য ১৭০০ টাকা দিতে হয়েছে৷ রাহুল বোসকে ট্যাগ করে জিজ্ঞাসা করেন তিনি, ‘‘ভাই আন্দোলন করি?’’

Advertisement

[আরও পড়ুন: ডিজাইন চুরি করতে খুন! মুম্বইয়ে বাঙালি আর্ট ডিরেক্টরের দেহ উদ্ধারে রহস্য]

তবে এখনও পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি৷ তবে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা৷ কীভাবে একটি হোটেলে সেদ্ধ ডিমের এত টাকা দাম নেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা৷ কেউ কেউ আবার মশকরার ভঙ্গিতে হোটেল কর্তৃপক্ষকে খোঁচা দিয়েছেন৷ তাঁরা বলছেন, ‘‘নিশ্চয়ই মুরগি অন্তত ধনী পরিবারের, তাই তার দু’টি ডিমের এত বেশি দাম৷’’

ডিম দু’টি আদৌ সোনার কি না, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement