Advertisement
Advertisement

জাতীয় সংগীতের অবমাননা করে কাশ্মীরে গ্রেপ্তার ২

গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷

2 arrested in Jammu and Kashmir for not standing during national anthem
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 11, 2017 5:06 am
  • Updated:February 11, 2017 5:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলে জাতীয় সংগীতের অবমাননা করায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে একজন আবার সরকারি কর্মচারী৷ জম্মু ও কাশ্মীরে প্রথমবার এমন ঘটনা ঘটল৷

(মুখ্যমন্ত্রীর আত্মীয়কে পিষল গাড়ি, অভিযুক্ত ‘বন্ধু’রাই)

গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত বাজানো এবং সেই সময় হলে উপস্থিত দর্শকদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক হয়ে গিয়েছে৷ সেই নিয়ম লঙ্ঘন করাতেই গ্রেপ্তার করা হয় দু’জনকে৷ বৃহস্পতিবার রাতে নরওয়াল এলাকার ওয়েভ মলে শাহরুখ খানের ‘রইস’ ছবি দেখতে গিয়েছিলেন অনন্তনাগের জাভেদ আহমেদ এবং হান্দওয়ারার বাসিন্দা মুদাস্সর আহমেদ৷ পুলিশ জানিয়েছে, জাভেদ জম্মুর গ্রামোন্নয়ন দপ্তরের কর্মী এবং মুদাস্সর কাজ করে শ্রীনগরের জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কে৷ ছবি শুরুর আগে হলে জাতীয় সংগীত চলাকালীন ওই দু’জন উঠে দাঁড়াননি বলে খবর৷ বিষয়টি প্রথমে ওয়েভ মলের নিরাপত্তার দায়িত্বে থাকা বসুদেব যোশির নজরে পড়ে৷ তিনিও ছবি দেখতে হলেই উপস্থিত ছিলেন৷ তিনিই পুলিশকে খবর দেন৷

Advertisement

(চালু হল দেশের প্রথম বিমান-রেস্তরাঁ)

সেদিন রাতেই তাঁদের গ্রেপ্তার করে নরওয়াল থানার পুলিশ৷ শনিবার ছুটি থাকায় জামিন পায়নি তারা৷ অভিযুক্তদের দাবি, জাতীয় সংগীত চলাকালীন এক মহিলার সঙ্গে আসন নিয়ে তর্ক বাধে তাদের৷ সেই কারণেই সঠিক সময় তারা উঠে দাঁড়াতে পারেনি৷ গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে প্রেক্ষাগৃহে কোনও সিসিটিভি না থাকায় এখনও কোনও প্রমাণ পুলিশের হাতে আসেনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement