Advertisement
Advertisement

Breaking News

Let graffiti

স্রেফ খবরে আসার চেষ্টা! কর্ণাটকে লস্করের সমর্থনে দেওয়াল লিখে ধৃত দুই মুসলিম যুবক

ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগাযোগের প্রমাণ মেলেনি।।

Bengali news: 2 arrested for scribbling graffiti in support to LeT, Taliban in Mangaluru | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:December 6, 2020 2:03 pm
  • Updated:December 6, 2020 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  লস্কর, তালিবানদের সমর্থনে গ্রাফিত্তি আঁকা হয়েছিল কর্ণাটকের (Karnataka) মেঙ্গালুরুতে। সেই ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল দুই মুসলিম যুবক। ধৃতদের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগাযোগের প্রমাণ মেলেনি।

মেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবক একে অপরের বন্ধু। একজন দোকানে কাজ করেন, অপরজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। স্রেফ খবরে আসতেই তারা এই ঘটনা ঘটিয়েছিল বলে দাবি পুলিশের।

Advertisement

[আরও পড়ুন : কেরলের স্থানীয় নির্বাচনে গোপন আঁতাঁত বিজেপি ও কংগ্রেসের! বিস্ফোরক পিনারাই বিজয়ন]

পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ শারিকের বয়স ২২ বছর। তিনি বিকম নিয়ে গ্র্যাজুয়েশান করেছেন। আপাতত বাবার দোকানে বসেন তিনি। আরেক যুবকের নাম মাজ মুনার আহমেদ। বয়স ২১ বছর। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। খরচ চালাতে একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থায় চাকরি করেন। দুজন অভিযুক্তই পূর্ব পরিচিত। কর্ণাটকেরই বাসিন্দা তাঁরা। প্রাথমিক তদন্তে ধৃতদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসাজশের প্রমাণ মেলেনি। পুলিশের ধারনা, স্রেফ খবরের শিরোনামে আসতেই এই কাণ্ড ঘটিয়েছে দুই যুবক। তবে তদন্ত এখনও চলছে। সমস্ত দিক খতিয়ে দেখছে কর্ণাটক পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছিল, লস্কর-ই-তইবা (LeT) ও তালিবানকে (Taliban) সমর্থন করে মেঙ্গালুরুর একটি বিল্ডিংয়ের দেওয়াল লেখা হয়েছিল। বলা হয়েছিল, “আমাদের বাধ্য করবেন না সংঘিদের মোকাবিলা করার জন্য লস্কর-ই-তইবা ও তালিবানকে আমন্ত্রণ জানানোর জন্য।” পাশাপাশি সেখানে এও লেখা ছিল ‘লস্কর জিন্দাবাদ’। প্রসঙ্গত, ‘সংঘি’ বলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের কথা বলা হয়েছে।

[আরও পড়ুন : ‘কোনও প্রোটোকল ভাঙিনি’, বিতর্কের মুখে সাফাই করোনায় আক্রান্ত অনিল ভিজের]

পুলিশ সাদা রং দিয়ে দেওয়াল লিখন মুছে দিয়েছিল। পাশাপাশি এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে এর পিছনে থাকা সমস্ত সূত্র খোঁজার চেষ্টা শুরু করে পুলিশ। সাম্প্রদায়িক উসকানি দেওয়া ও সম্পত্তির ক্ষতি করার অভিযোগে মামলা রুজু করে পুলিশ। অবশেষে ১৫ দিন পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement