Advertisement
Advertisement

ভারত-পাক যুদ্ধে প্রাণ হারাতে পারেন ২.১ কোটি মানুষ, মুছতে পারে বর্ষা ঋতুর অস্তিত্ব

গবেষণা অনুযায়ী, ভারত-পাক যু‌দ্ধে প্রথম সপ্তাহেই বিস্ফোরণের ফলে দ্বিতীয় বিশ্বযু‌দ্ধে নিহত মানুষের অর্ধেক সংখ্যক মানুষ প্রাণ হারাবেন!

2.21 Crore May Die In Indo-Pak War
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 30, 2016 9:46 am
  • Updated:September 30, 2016 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহ্যের সীমা ছাড়িয়েছে প্রতিবেশী৷ অতএব প্রত্যাঘাত৷ না জানা নেই, যুদ্ধের ফলে রাষ্ট্রের স্বার্থ ছাড়া আদৌ কোনওদিন কোনওকিছুর সমাধান হয়েছে কি না৷ কিন্তু এটা নিশ্চিত যে আজ বাদে কাল ভারত-পাক যুদ্ধ যদি সত্যিই হয়, কয়েকটি পরমাণু অস্ত্রও যদি তারা নিক্ষেপ করে পরস্পরের উপরে, এর ফলে প্রাণ হারাতে পারেন ন্যূনতম দুই কোটি দশ লক্ষ মানুষ৷ শুধু তাই নয়, ওজোনস্তরের যে সামান্যতম অংশও অবশিষ্ট রয়েছে, তার অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে যেতে পারে এই যুদ্ধের ফলে৷ অতি-বেগুনি রশ্মি প্রবেশের পথ হবে আরও সহজ৷ পরমাণু যুদ্ধের ফলে ‘নিউক্লিয়ার উইন্টার’-এর শীতলতা গ্রাস করবে সারা বিশ্বকে৷ বর্ষা ঋতুর অস্তিত্ব মুছতে পারে৷ সারাবিশ্বব্যাপী কৃষিক্ষেত্রেও এর বিপুল প্রভাব পড়বে৷
বিজেপির রাজ্যসভার সদস্য এম পি সুব্রহ্মণ্যম স্বামী গত ২৩ সেপ্টেম্বর বলেছেন, যদি এক কোটি ভারতীয় পাকিস্তানের পরমাণু হামলায় প্রাণ হারান, তাহলে পাকিস্তানকেই মুছে দেওয়ার ক্ষমতা রাখে ভারত৷ অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা এম আসিফ ভারতকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন৷ মার্কিন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে আসা তথ্য বলেছে, পরমাণু যুদ্ধের ফল হতে পারে মারাত্মক৷ আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়, কলোরাডো-বোল্ডার বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, ভারত-পাক যু‌দ্ধে প্রথম সপ্তাহেই বিস্ফোরণের ফলে দ্বিতীয় বিশ্বযু‌দ্ধে নিহত মানুষের অর্ধেক সংখ্যক মানুষ প্রাণ হারাবেন৷ এরপর পোড়ার ক্ষত কিংবা রেডিয়েশনের কারণেও প্রাণ হারাবেন আরও অনেকে৷ সাউথ এশিয়ার টেররিজম পোর্টাল ডেটা বলছে, ২০১৫ পর্যন্ত যত মানুষ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন, তার প্রায় ২,২২১ গুণ মানুষ প্রাণ হারাবেন এই যুদ্ধের ফলে৷ ‘ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার’-এর ২০১৩ সমীক্ষা অনুযায়ী, যুদ্ধের ফলে আবহাওয়ার বিপুল পরিবর্তনে সারা বিশ্বের দুশো কোটি মানুষ মারা যাবে অনাহারে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement