Advertisement
Advertisement

‘এড়ানো যেত চুরাশির শিখ দাঙ্গা’, নরসিমা রাওকে কাঠগড়ায় তুললেন মনমোহন

রাওয়ের উপর চাপিয়ে 'শাপমুক্তি'র পথ খুঁজছে কংগ্রেস!

1984 riots could have been avoided: Manmohan Singh
Published by: Monishankar Choudhury
  • Posted:December 5, 2019 10:55 am
  • Updated:December 5, 2019 11:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় গণতন্ত্রের অন্যতম কালো অধ্যায় ১৯৮৪ সালের শিখ দাঙ্গা৷ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজধানী দিল্লিতে যে নারকীয় কাণ্ড সংগঠিত হয়েছিল, তার দাগ শুকিয়ে গেলেও ক্ষত এখনও টাটকা৷ এনিয়ে কংগ্রেসের অন্দরেই অভিযোগ পালটা অভিযোগের পালা নতুন কিছু নয়৷ এবার, শিখ দাঙ্গা নিয়ে মুখ রীতিমতো বিস্ফোরকভাবেই খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

বুধবার এক অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, ‘ যদি গুজরালজির কথা শুনতেন নরসিমা রাও, তাহলে হয়তো ১৯৮৪-র গণহত্যা এড়ানো যেত৷’ এদিন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে নিজের বক্তৃতায় মনমোহন আরও বলেন, ‘গুজরালজি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে, ওই দিন বিকেলেই নরসিমা রাওয়ের কাছে ছুটে যান তিনি৷ ওই মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানোর কথা বলেছিলেন তিনি৷ কিন্তু সেই উপদেশে কান দেন নি নরসিমা রাও৷’ উল্লেখ্য, ওই সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাও৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে ছিলেন আই কে গুজরাল৷

Advertisement

শিখ দেহরক্ষীর হাতে ইন্দিরা গান্ধী খুন হওয়ার পর কংগ্রেস সমর্থক উন্মত্ত জনতার হতে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় খুন হতে হন প্রায় ৩ হাজার নিরীহ শিখ৷ ওই ঘটনার পর রাজীব গান্ধী বলেছিলেন, ‘বড় গাছ ভেঙে পড়লে জমি কিছুটা কাঁপবেই৷’ কয়েক মাস আগেও রাজীবের সুর ফের শোনা গিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মেন্টর স্যাম পিত্রোদা৷ শিখ দাঙ্গা নিয়ে তিনি বলেছিলেন, ‘তাঁর করা ‘হুয়া তো হুয়া’ অর্থাৎ ‘হয়েছে তো হয়েছে৷’

এদিকে, শুধু মনমোহন সিংয়ের পাশাপাশি তৎকালীন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীও৷ তাঁর কথায়, ‘আই কে গুজরালের যুক্ত ফ্রন্ট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে ভুল করেছিল কংগ্রেস৷ না হলে ওই সরকার পাঁচ বছর কাজ করতে পারত৷ এর ফলেই ১৯৯৮ সালে বিজেপি ক্ষমতায় আসে৷’ প্রসঙ্গত, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, গান্ধী পরিবারের সঙ্গে কখনওই বনিবানা হয়নি নরসিমা রাওয়ের৷ প্রধানমন্ত্রী থাকাকালীন এনিয়ে তাঁকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল৷ ফলে শিখ দাঙ্গার দায় এককভাবে প্রয়াত রাওয়ের উপর চাপিয়ে ‘শাপমুক্তি’র পথ খুঁজছে কংগ্রেস৷

[আরও পড়ুন: শত্রুর মোকাবিলায় তৈরি সেনাবাহিনী, সংসদে বিরোধীদের জবাব রাজনাথের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement