Advertisement
Advertisement

Breaking News

৮৪-র শিখ দাঙ্গার থেকে বড় গণপিটুনি দেশে ঘটেনি, সংসদে কংগ্রেসকে কটাক্ষ রাজনাথের

গণপিটুনি বিরোধীদের জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর৷

1984 anti-Sikh riots was the “biggest” mob lynchings, home minister Rajnath Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2018 10:25 am
  • Updated:July 21, 2018 10:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনি বিতর্কে কংগ্রেস ও বিরোধীদের একহাত নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কংগ্রেস-সহ গান্ধী পরিবারের অস্বস্তি বাড়িয়ে দাবি করলেন, ১৯৮৪-র শিখ গণহত্যার চেয়ে বড় গণপিটুনির ঘটনা ভারতের ইতিহাসে এখনও অমিল৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর যেভাবে নির্বিচারে শিখ নিধন চালিয়েছিল কংগ্রেস, তাকে ভারতের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমমন্ত্রী৷ পাশাপাশি বিরোধীর পেশ করা অনাস্থা প্রস্তাবের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷

[মোদিতেই ভরসা সংসদের, তীব্র বাদানুবাদের পর আস্থা ভোটে জয় এনডিএ-র]

Advertisement

কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাম্প্রদায়িকতা, গণপিটুনির মতো ঘটনাকে হাতিয়ার করে বারবারই সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে বিরোধীদের৷ আসন্ন লোকসভা ভোটের আগে সেই সুর সপ্তমে পৌঁছাতে সুরু করেছে কংগ্রেসের গলায়৷ সাম্প্রতিককালে বিভিন্ন গুজবের জেরে যেভাবে গণপিটুনি বা সংঘর্ষের ঘটনা বেড়ে গিয়েছে তাতে বিব্রত হয়েছে সুপ্রিম কোর্টও৷ সরকার যাতে বিষয়টিতে কঠোর পদক্ষেপ করে, তেমন নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত৷ রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকেই সক্রিয় হওয়ার কথা বলা হয়েছে৷

[প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে শাস্তির মুখে রাহুল গান্ধী]

তবে কোনও ভাবেই বিরোধীরা লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুকে হাতছাড়া করতে চাইছে না৷ প্রত্যেকে কেন্দ্রের বিজেপির সরকারকেই ক্রমবর্ধমান গণপিটুনির জন্য দুষতে ব্যস্ত৷ যদিও এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার জানিয়েছেন যে, ‘আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়, সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করবে না৷’ পক্ষান্তরে বিরোধীদের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে, দেশের বেশিরভাগ রাজ্যেই তো এখন বিজেপি সরকার। তাই বিজেপি কোনও ভাবেই দায় অস্বীকার করতে পারে না। শুক্রবার এইসবেরই কড়া জবাব দেন রাজনাথ সিং। তথ্য উল্লেখ করে তিনি জানান, ১৯৮৪-র দাঙ্গায় সবচেয়ে বেশি মানুষ গণহত্যায় মারা গিয়েছিলেন৷ স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সেই ঘটনায় মৃতের সংখ্যা ছিল প্রায় ৩৩২৫ জন৷ তাঁর মধ্যে শুধুমাত্র দিল্লিতেই মৃত্যু হয়েছিল ২৭৩৩ জনের৷ এখানেই শেষ নয়, আক্রমণের ঝাঁজ বাড়িয়ে তিনি বলেন, ওই ঘটনায় মৃতদের পরিবারকে ন্যায়বিচার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দলও তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement