Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

যোগীরাজ্যে নৃশংসতা! আবাসনের তরুণী রক্ষীকে গণধর্ষণ করে হত্যায় অভিযুক্ত ৩ সহকর্মী

এখনও পর্যন্ত এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

19 Year old Woman guard dies after being gang-raped and thrashed in UP housing society | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 29, 2023 12:46 pm
  • Updated:August 29, 2023 12:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃশংসতার চরম যোগীরাজ্যে। একটি আবাসনের তরুণী নিরাপত্তারক্ষীকে গণধর্ষণ করে ‘হত্যা’র অভিযোগ উঠল তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। একটি বিষয়ে বনিবনা না হওয়ায় প্রথমে মারধর করা হয় তরুণীকে। এরপর তিন সহকর্মী তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তরুণী রক্ষীকে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের একটি আবাসনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৯ বছরের ওই তরুণী। পুলিশ জানিয়েছে, তাঁকে মারধর করেন সহকর্মী দুই রক্ষী এবং তাঁদের সুপারভাইজার। এর পর তিন জন মিলে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করে পলাতক হন অভিযুক্তরা। তদন্তকারীদের দাবি, সরকারি হাসপাতালে ভরতি করলে পুলিশ জানতে পারবে না সে কথা ভেবেই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল তরুণীকে।

Advertisement

[আরও পড়ুন: ব্রিকসের সঙ্গে যুক্ত হতে চায় না পাকিস্তান! কী বলছে ইসলামাবাদ?]

সোমবার চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার খবর জানতে পেরেই আবাসনে ছুটে আসেন তরুণীর পরিবারের লোকেরা। তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত নেমে এখনও পর্যন্ত এক অভিযুক্ত অজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দু’জন পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

[আরও পড়ুন: মার্কিন ড্রোন বনাম রুশ যুদ্ধবিমান! ক্রাইমিয়ার আকাশে বেনজির সংঘাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement