Advertisement
Advertisement
INS Vikrant

আইএনএস বিক্রান্তে তরুণ নৌ সেনাকর্মীর ঝুলন্ত দেহ! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

অবিবাহিত ওই সেনাকর্মী বিহারের বাসিন্দা।

19-year-old Naval sailor found dead onboard INS Vikrant। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 27, 2023 6:37 pm
  • Updated:July 27, 2023 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ বছরের এক নৌসেনা কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল রণতরী আইএনএস বিক্রান্তে। ভারতীয় নৌবাহিনীর তরফে এই খবর জানানোর পাশাপাশি বলা হয়েছে, সম্ভবত ওই তরুণ আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্ত থেকে তেমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্তকারী বোর্ড গঠন করা হয়েছে।

এই মুহূর্তে বিক্রান্ত রয়েছে কেরলের কোচিতে। এদিন গভীর রাতে ওই তরুণের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া গিয়েছে। এই ঘটনায় তদন্তকারী বোর্ড গঠনের পাশাপাশি পুলিশেও একটি অভিযোগ দায়ের হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, অবিবাহিত ওই সেনাকর্মী বিহারের মুজাফফরপুরে থাকতেন। জানা গিয়েছে, তিনি অগ্নিবীর নন, একজন নিয়মিত ক্যাডার হিসেবে কর্মরত ছিলেন। কেন তিনি আত্মহত্যা করলেন, তেমন কিছু এখনও জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়]

এর আগে গত এপ্রিলে আরেক রণতরী আইএনএস ব্রহ্মপুত্রেও এক নৌসেনাকর্মীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। তবে তিনি দুর্ঘটনায় আক্রান্ত হয়েই মারা গিয়েছিলেন বলে জানা গিয়েছিল। এবার আইএনএস বিক্রান্তে তরুণের রহস্যমৃত্যু ঘিরে ঘনাল চাঞ্চল্য।

[আরও পড়ুন: কেন্দ্রের আরজিতে সাড়া, ইডি অধিকর্তার মেয়াদ বাড়ানোর নির্দেশ সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement