ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) একটি পারিবারিক আনন্দ অনুষ্ঠানে নাচতে নাচতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তরুণীর। ওই অনুষ্টানে নর্তকী হিসেবে আমন্ত্রিত ছিলেন তরুণী। অভিযোগ, দর্শকদের মধ্যে অনেকে নাচতে নাচতে গুলি ছুঁড়ছিলেন। আচমকা একটি গুলি গিয়ে লাগে তরুণীর শরীরে। মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ বছরের মৃত তরুণীর নাম চাঁদনী কুমার। নাচের জন্য নরেন্দ্র ওরফে মুন্না মাহাতোর বাড়িতে তিলক উৎসবে আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানে বেশ কয়েকজন আমন্ত্রিত নাচতে নাচতে বন্দুক ছুঁড়ছিলেন। একটি গুলি এসে লাগে চাঁদনীর শরীরে। রক্তাক্ত তরুণী মুহূর্তে মঞ্চে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে তাঁর।
এমন ঘটনায় হুলুস্থুল পড়ে যায় বিয়ে বাড়িতে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, কয়েক রাউন্ড গুলি চলেছে অনুষ্ঠানে। তার একটি বুলেট বিঁধে যায় তরুণীর শরীরে। ঘটনায় অভিযুক্ত আশিস ওরফে পিন্টু নামের এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক সে। তাঁর সন্ধানে তল্লিশা শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.