Advertisement
Advertisement
Rajasthan

ছানি কাটাতে গিয়ে দৃষ্টি গেল ১৮ জনের! কাঠগড়ায় রাজস্থানের সরকারি হাসপাতাল

হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

18 patients lost their vision after surgery at Rajasthan government hospital। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 11, 2023 11:06 pm
  • Updated:July 11, 2023 11:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টি হারালেন ১৮ জন। অভিযোগের তির রাজস্থানের সাওয়াই মান সিং হাসপাতালের দিকে। রাজ্যের সব চেয়ে বড় সরকারি হাসপাতাল এটি। সেখানে চিকিৎসা করিয়ে অন্ধ হতে বসেছেন ওই রোগীরা।

জানা গিয়েছে, গত মাসে ছানি অপারেশনের জন্য সাওয়াই মান সিং সরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই রোগীরা। তাঁদের মধ্যে অনেকেই চিরঞ্জীবী হেলথ স্কিমের আওতায় নিজেদের চিকিৎসা করান। অভিযোগ, অপারেশনের পর বেশিরভাগ রোগী চোখে তীব্র ব্যথা অনুভব করেন। তখন তাঁদের আবার হাসপাতালে ভরতি হতে বলা হয়। ফের তাঁদের চোখে অস্ত্রোপচার করা হয়। তারপরই কয়েক জনের ক্ষেত্রে দেখা যায় দু’সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁরা চোখে কিছু দেখতে পাচ্ছেন না। 

Advertisement

[আরও পড়ুন: জোর করে মূত্রপান করানোর অভিযোগ তুলেছিলেন, তরুণকে নগ্ন করে পেটানোয় অভিযুক্ত তিনিই!]

এই ঘটনার পর ছন্দা দেবী নামে এক রোগী জানান, ” আমি আমার এক চোখে কিছুই দেখতে পাচ্ছি না। চোখে খুব ব্যথা করছে, জল পড়ছে। ডাক্তারকে জানিয়েছিলাম। তিনি বলেছিলেন, এটা ইনফেকশন থেকে হচ্ছে। আস্তে আস্তে কমে যাবে।” একই অভিযোগ করেছেন অন্য এক রোগীও। রাম ভজন নামে ওই রোগী জানিয়েছেন, “গত ২৩ জুন আমার চোখে অস্ত্রোপচার হয়েছিল। প্রথমে ঝাপসা দেখছিলাম সব কিছু। কিন্তু এখন কোনও কিছুই দেখতে পাচ্ছি না।”

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীদের আত্মীয়েরাও। তাঁদের অভিযোগ, হাসপাতালের কর্মীরা এ বিষয়ে গা ছাড়া মনোভাব দেখিয়েছেন। তাঁদের পরিজনদের চোখে ব্যথা থাকা সত্ত্বেও বাড়ি ফিরিয়ে নিতে যেতে বলা হয়েছে।

তবে সাওয়াই মান সিং হাসপাতালের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এতে চিকিৎসকের কোনও গাফিলতি নেই। মাইক্রবাওলজি তদন্ত করা হচ্ছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সমস্ত রিপোর্ট হাতে এলে তবেই নিশ্চিতভাবে কিছু বলা যাবে।

[আরও পড়ুন: টমেটো লুট রুখতে বাউন্সার, অপপ্রচারের দায়ে ২ সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করল যোগীর পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement