Advertisement
Advertisement

Breaking News

fire at Gujarat's Varuch Hospital

গুজরাটের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে মৃত অন্তত ১৮

একের পর এক কোভিড হাসপাতালে আগুন লাগায় বাড়ছে বিতর্ক।

18 Covid Patients Dead in fire at Gujarat's Varuch Hospital | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 1, 2021 8:38 am
  • Updated:May 1, 2021 8:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কোভিড চিকিৎসা কেন্দ্রে বিপর্যয়! কোভিড হাসপাতালে আগুন লেগে জীবন্ত দগ্ধ অন্তত ১৮ জন। ঘটনাস্থল গুজরাটের ভারুচ (Gujrat’s Varuch Hospital) এলাকা। শুক্রবার মধ্যরাতে প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের একতলায় আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে।

ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের একতলায় কোভিড (COVID-19) ওয়ার্ড। স্থানীয় সূত্রে খবর, আইসিইউতে অন্তত ২৪ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হাসপাতাল সূত্রে খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুড়ে এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১২ জনের মৃত্যু হয়। সকালে সাড়ে ৬টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। তাঁদের মধ্যে ২ জন নার্স রয়েছেন। বাকি ছজনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন : শত্রুতা ভুলে করোনা মোকাবিলায় পণ্য সরবরাহ বজায় রাখতে রাজি ভারত-চিন]

স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগান। তাঁরাই স্ট্রেচারে করে অন্তত ৫০ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করেন দমকলবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় তাঁদের। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছে। তবে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বারবার কোভিড হাসপাতালে আগুন লাগা নিয়েও প্রশ্ন উঠছে।

 

[আরও পড়ুন : করোনার ভয়ে ‘একঘরে’, মৃতা মায়ের পাশে ২ দিন অভুক্ত রইল দুধের শিশু]

গতকাল রাতে ভারুচের পুলিশ সুপার রাজেন্দ্র সিংহ জানিয়েছিলেন, রাত পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে প্রকৃত তথ্য সকালে জানা যাবে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর আশঙ্কাই সত্যি হয়। হাসপাতালের এক ট্রাস্টি জুবের প্যাটেল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৪ জন রোগী ও ২ জন নার্সের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকলবাহিনীর সাহায্যে বাকি রোগীদের অন্যত্র স্থানান্তর করা সম্ভব হয়েছে।” উল্লেখ্য, ইতিপূর্বে ভাদোদরা, সুরাটের কোভিড হাসপাতালে আগুন লাগে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement