Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

ভিনজাতের যুবকের সঙ্গে মোবাইলে কথা! ‘অপরাধে’ কিশোরীকে কুপিয়ে মারলেন বাবা, দাদা

বাবা, দাদা-সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

17 year old Girl hacked to death by father and brothers in Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 27, 2023 1:53 pm
  • Updated:August 27, 2023 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিশোরীকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করলেন তারই বাবা। বোনকে হত্যায় হাত লাগালেন দাদাও। কিশোরীকে একাধিকবার মোবাইলে কথা বলতে দেখেন তাঁর বাবা ও দাদা। তাঁদের সন্দেহ হয় ভিনজাতের যুবকের সঙ্গে সম্পর্কে জরিয়ে পড়েছে সে। এই ‘অপরাধে’ তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ। এই নৃশংস ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে। ঘটনার তদন্তে নেমে বাবা, দাদা-সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি গাজিয়াবাদের কৌশাম্বী এলাকার। মৃত ১৭ বছরের কিশোরীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ ছিল, সে ভিনজাতের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জরিয়ে পড়েছে। তাকে বারবার মোবাইলে কথা বলতে দেখেই এই অনুমান করেন তার বাবা ও দাদা। বারণ করা হলেও না শোনায় রাগের মাথায় কিশোরীকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করেন বাবা। হত্যায় সাহায্য করেন দাদা।

Advertisement

[আরও পড়ুন: কাঁচা মাছ ও সমুদ্রের জলেই দিন গুজরান! প্রশান্ত মহাসাগরে ২ মাস পরে উদ্ধার নাবিক]

ঘটনার পরেই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে বাবা, দাদ-সহ ৩ জনকে। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্তরা।

[আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া কুমার, দেখা করলেন রাহুল গান্ধীর সঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement