প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘন কুয়াশার অন্ধকার কেড়ে নিল ১৭টি প্রাণ! ঝাড়খণ্ডের পাকুরে (Pakur) ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন আরও অন্তত ২৫ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
पाकुड़ से लिट्टीपाड़ा-आमड़ापाड़ा सड़क दुर्घटना की हृदयविदारक खबर से मन अत्यंत व्यथित है।
परमात्मा दिवंगत आत्माओं को शांति प्रदान कर शोक संतप्त परिवारों को दुःख की घड़ी सहन करने की शक्ति दे।
जिला प्रशासन को घायलों को समुचित इलाज प्रदान करने हेतु उचित निर्देश दिए गए हैं।— Hemant Soren (@HemantSorenJMM) January 5, 2022
দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সাড়ে আটটা নাগাদ ঝাড়খণ্ডের (Jharkhand) গোবিন্দপুর-সাহেবগঞ্জ রাজ্য সড়কের উপরে। যাত্রীবাহী বাসটি ৪৫-৫০ জন যাত্রী নিয়ে সাহেবগঞ্জের বাড়হাড়োয়া থেকে দেওঘরের দিকে যাচ্ছিল। সেসময় উলটোদিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক বাসটিতে ধাক্কা মারে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘন কুয়াশার মধ্যে দৃশ্যমানতার অভাবই এই দুর্ঘটনার কারণ।
স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই এই দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২৫। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত বেশ গুরুতর। একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি এমনভাবে পড়েছিল যে ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে সময় লেগে যায়। যার ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জন সাহেবগঞ্জের বাসিন্দা, ৩ জন করে পাকুর এবং দুমকার বাসিন্দা। একজন বাংলার বাসিন্দাও রয়েছেন।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও (Hemant Soren) ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। কেন্দ্র সরকারের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে। রাজ্য সরকারের তরফেও মৃতদের পরিবার পিছু এক লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সোরেন জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছে রাজ্য সরকার।
I am anguished by the bus accident in Pakur, Jharkhand. In this sad hour, condolences to the bereaved families. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 5, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.