Advertisement
Advertisement

পূর্ব ও উত্তর পূর্বে বন্ধ হয়ে যাচ্ছে ম্যাকডোনাল্ডস-এর সমস্ত আউটলেট

কাজ হারাবেন ১০ হাজারেরও বেশি কর্মী।

169 McDonald’s stores stare at closure from today 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2017 5:36 am
  • Updated:September 6, 2017 5:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ঝাঁপ পড়ে যাচ্ছে ম্যাকডোনাল্ডস-এর ১৬৯ টি আউটলেট। দেশের উত্তর ও পূর্ব ভারতে এই রেস্তোরাঁগুলি রয়েছে। ভারতে তাদের সহযোগী সংস্থা কনট প্লাজা রেস্টুরেন্টস লিমিটেডের সঙ্গে বিরোধের জেরেই বন্ধ হচ্ছে এই সমস্ত শাখা।

সংস্থার তরফে জানানো হয়েছে,  উত্তর ও পূর্ব ভারতে ম্যাকডোনাল্ডস-এর সহযোগী,  সিপিআরএল কোনওভাবেই ম্যাকডোনাল্ড-এর ব্র্যান্ড ব্যবহার করতে পারবে না। ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া ঘোষণা করেছে কনট প্লাজা রেস্টুরেন্টের সঙ্গে তাদের ফ্রাঞ্চাইজি চুক্তি শেষ। তাদের অভিযোগ, কনট প্লাজা রেস্টুব়েন্ট কর্তৃপক্ষ চুক্তির শর্ত ভেঙেছে। তাই তারা ফ্রাঞ্চাইজি চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে৷

Advertisement

[২ লক্ষের বেশি ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক]

ম্যাকডোনাল্ডস এ বার নতুন অংশীদার খুঁজছে৷ গত ২৯ জুনের পর অস্থায়ী ভাবে সংস্থাটি দিল্লিতে তাদের ৪০টি রেস্তরাঁয় কাজকর্ম বন্ধ রেখেছিল। কারণ ওই সব আউটলেটে লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গিয়েছিল৷ গত ২৩ বছর ধরে এই দুই সংস্থার যৌথ উদ্যোগে চলছে এই আউটলেটগুলি। তবে ২০১৩ সাল থেকে সংস্থার নিয়ন্ত্রণ নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়।

বাকি আউটলেটগুলির নোটিসের সময়সীমা শেষ হয়েছে ৫ সেপ্টেম্বর। ফলে ব্যবসা চালাতে সিপিআরএল আর ম্যাকডোনাল্ডস-এর নাম ব্যবহার করতে পারবে না। ম্যাকডোনাল্ডস নামের সঙ্গে যুক্ত ট্রেডমার্ক, ডিজাইন, ব্র্যান্ডিং এবং পলিসির সঙ্গে থাকতে পারবে না সিপিআরএল। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন, ম্যাকডোনাল্ডস ইন্ডিয়ার এক মুখপাত্র ।

[নতুন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ‘অনন্ত’ অভিযোগ, কী করবেন মোদি?]

এদিকে ন্যাশনাল ল ট্রাইবুনালে ম্যাকডোনাল্ডস-এর সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিলেন সিপিআরএলের ম্যানেজিং ডিরেক্টর বিক্রম বক্সি। সেই আবেদনও মঙ্গলবার খারিজ হয়ে গিয়েছে। ফলে বুধবার থেকে ১৬৯ টি শাখা বন্ধ থাকবে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি সিপিআরএল-এর ম্যানেজিং ডিরেক্টর। যদিও, শাখাগুলি বন্ধ হলে হাজার হাজার মানুষের রুটি-রুজির ওপর আঘাত পড়বে বলে মন্তব্য করেছেন তিনি। ভারতে সেই সংখ্যাটা ১০ হাজারের ওপর বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে গোটা দেশে ম্যাকডোনাল্ডসের ৪৩০টি আউটলেট রয়েছে। ১৯৯৬ সাল থেকে ভারতে ব্যবসা  পরিচালনা করছে এই সংস্থা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement